সেভিয়ার মাঠে রিয়ালের অবিশ্বাস্য জয়
প্রতিপক্ষের মাঠে প্রথমার্ধে পাত্তাই পেল না রিয়াল মাদ্রিদ। উলটো দুই গোল খেয়ে ম্যাচ হারের শঙ্কায় পড়ে গিয়েছিল দলটি। বিরতির পর সে চিত্র বদলে দিল রিয়াল। দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে দুই গোল তো শোধ করলই, শেষে করিম বেনজেমা আরেকবার জালে বল পাঠিয়ে রিয়ালকে অবিশ্বাস্য জয় উপহার দিয়েছেন।
সেভিয়ার ঘরের মাঠে গতকাল রোববার রাতে লা লিগার ম্যাচটিতে ৩-২ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ। লা লিগার শিরোপা জয়ের পথে সেভিয়ার কঠিন বাধা দারুণভাবে এড়াল কার্লো আনচেলত্তির দল।
যদিও গতকালের পরীক্ষাটি মোটেই সহজ ছিল না। নিজেদের মাঠে ম্যাচের শুরুতেই লিড নিয়ে নেয় সেভিয়া। ম্যাচের ২১ মিনিটে ইভান রাকিটিচের গোলে এগিয়ে যায় স্বাগতিকেরা। এর ৪ মিনিটের মধ্যে এরিক লামেলা ব্যবধান দ্বিগুণ করলে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় তারা।
অনেকটা হারের মুখেই পড়ে যায় রিয়াল মাদ্রিদ। সেখান থেকেই জ্বলে উঠে বিরতির পর গোল পেয়ে যায় রিয়াল। দ্বিতীয়ার্ধে ব্যবধান কমান রদ্রিগো। এরপর সমতা টানেন নাচো ফের্নান্দেস। ম্যাচ সমতা ফেরার পর বেশ জমে ওঠে। এ উত্তেজনায় শেষ পর্যন্ত ঘি ঢালেন বেনজেমা। যোগ করা সময়ে গোল করে দলকে জয় উপহার দেন ফরাসি স্ট্রাইকার।
চলতি লিগে ৩২ ম্যাচে ২৩ জয় ও ৬ ড্রয়ে রিয়ালের ৭৫ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে রিয়াল মাদ্রিদ। দুই ম্যাচ কম খেলা বার্সেলোনা ৬০ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে। ৩২টি করে ম্যাচ খেলা সেভিয়া ও অ্যাথলেটিকো মাদ্রিদের পয়েন্টও সমান ৬০। গোল ব্যবধানে পিছিয়ে তিন নম্বরে আছে সেভিয়া। আর চারে আছে অ্যাথলেটিকো মাদ্রিদ।