সেভেনআপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন সাকিব
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান সেভেনআপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তা নিশ্চিত করেছে ট্রান্সকম বেভারেজ লিমিটেড।
সেভেনআপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে সাকিব বলেন, “সেভেনআপের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। কারণ আমার সাথে খুব স্বাভাবিকভাবেই ব্র্যান্ডটি মিলে যায়। ব্র্যান্ডের ‘ভাবো ফ্রেশ’ ধারণায় আমি নিজেও বিশ্বাসী। আসলে মাঠের পিচ কিংবা জীবনে যখনই কোনো ঝামেলার সম্মুখীন হই তখনই চেষ্টা করি ফ্রেশ কোনো বুদ্ধি দিয়ে তার সমাধান বের করার। আর আমি ছোটবেলা থেকেই সেভেনআপের ম্যাসকট ফাইডোকে দেখে বড় হয়েছি। আমি তার ফুরফুরে ও বুদ্ধিদীপ্ত ব্যক্তিত্বকে পছন্দ করি। তাই সেভেনআপ ও ফাইডোর সঙ্গে নতুন যাত্রা শুরু করার জন্য আমি আগ্রহ নিয়ে অপেক্ষা করছি।”
পেপসিকো বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার দেবাশিস দেব বলেন, ‘সেভেনআপ এদেশের অন্যতম বড় ও সবার প্রিয় বেভারেজ। এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দেশের সবচেয়ে বড় ক্রিকেট আইকন সাকিব আল হাসানকেই মানায়। সাকিব আল হাসানের মধ্যে আশাবাদী মনোভাব এবং যেকোনো পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখার বিশেষ গুণ আছে। তাঁর এই গুণাবলী শুধু যে সেভেনআপের চিন্তাধারার সঙ্গে মিলে যায় তা নয়, দেশজুড়ে সব বয়সের মানুষের কাছেও তা সমানভাবে গ্রহণযোগ্য। সাকিব আল হাসান ও আমাদের ব্র্যান্ড ম্যাসকট ফাইডোকে নিয়ে আমরা মজার কিছু মুহূর্ত তৈরি করে, বাংলাদেশের মানুষের মাঝে আনন্দ ছড়িয়ে, বাজারে সাড়া তুলতে চাই।’
ট্রান্সকম বেভারেজ লিমিটেডের সেলস, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ডিরেক্টর দিপিন্দার সিং তিওয়ানা বলেন ‘সেভেনআপ দেশের অন্যতম জনপ্রিয় একটি ব্র্যান্ড। আর সাকিব আল হাসানকে সেভেনআপের অ্যাম্বাসেডর হিসেবে পাওয়া আমাদের জন্য একটি মাইলফলক হয়ে থাকবে। তরুণদের কাছে সাকিব একজন আদর্শ এবং সারাদেশের মানুষের কাছে তার জনপ্রিয়তা আকাশচুম্বী। তাই আমি মনে করি সেভেনআপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে তিনি সবচেয়ে উপযুক্ত। আমরা সারা বছর বিভিন্ন বিজ্ঞাপন মাধ্যম ও গণমাধ্যমে সক্রিয় থেকে সেভেনআপের সঙ্গে তাঁর এই যাত্রাকে আরও প্রাণবন্ত করে তুলবে।’
রিফ্রেশিং ড্রিংক সেভেনআপ গ্রাহকদের সবসময়ই বুদ্ধিমান ও আশাবাদী হতে উৎসাহ দেয়। আর এই ভাবনা ক্রিকেটারদের জন্যও জরুরি। সেভেনআপ ব্র্যান্ডের বিখ্যাত ক্যাম্পেইন ‘ভাবো ফ্রেশ’ এর মূলভাব হলো, জীবনে প্রতিটা ক্ষেত্রে নানান ঝামেলা আসবে, কিন্তু আমাদের সবসময় আশাবাদী থাকতে হবে। ফ্রেশভাবে ভাবতে হবে। তবেই আমরা ঝামেলা মিটিয়ে বের হয়ে আসতে পারব বিজয়ী হিসেবে। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান সেভেনআপের এই ভাবনাকে সবার মাঝে পৌঁছে দিবেন আর বছরের পুরো সময় সবাইকে নিশ্চিন্ত থেকে, আনন্দে সময় কাটাতে উৎসাহ দেবেন।