সেমির লক্ষ্যে ইংলিশদের বিপক্ষে বোলিংয়ে নিউজিল্যান্ড
জিতলেই সেমিফাইনাল। হারলে বাড়বে অপেক্ষা। এমন সমীকরণকে সামনে রেখে আজ মঙ্গলবার ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড।
ব্রিজবেনে ম্যাচটিতে ইংলিশদের বিপক্ষে টসে হেরে আগে ফিল্ডিং করতে নেমেছে কেইন উইলিয়ামসনের দল।
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে সেমিফাইনালের পথে এরই মধ্যে এক পা দিয়ে রেখেছে কিউইরা। আজ জিতলেই সেমির টিকেট নিশ্চিত হবে কিউইদের। অন্যদিকে ভিন্ন পরিস্থিতি ইংলিশ শিবিরে। সমান ৩ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে ইংল্যান্ডের অবস্থা নড়বড়ে।
নিউজিল্যান্ডকে আজ হারাতে না পারলে সেমিফাইনালের লড়াইয়ে পিছিয়ে যেতে হবে জস বাটলারদের।
ইংল্যান্ড একাদশ: জস বাটলার (অধিনায়ক ও উইকেটকিপার), অ্যালেক্স হেলস, ডেভিড মালান, বেন স্টোকস, হ্যারি ব্রুক, মঈন আলি, লিয়াম লিভিংস্টোন, স্যাম কারান, ক্রিস ওকস, মার্ক উড, আদিল রশিদ।
নিউজিল্যান্ড একাদশ: ফিন অ্যালেন, ডেভন কনওয়ে, কেইন উইলিয়ামসন (অধিনায়ক), গ্লেন ফিলিপস, ডার্লি মিশেল, জিমি নিশাম, মিচেল স্যান্টনার, ইশ সোদি, টিম সাউদি, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট।