সোসিয়েদাদে কাটা পড়ল রিয়াল মাদ্রিদ
লা লিগায় গত কয়েক ম্যাচে বেশ ছন্দে ছিল রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ চ্যাম্পিয়ানদের সেই ছন্দে ধাক্কা দিল রিয়াল সোসিয়েদাদ। নিজেদের মাঠ আলফ্রেদো দি স্টেফানো স্টেডিয়ামে সোসিয়েদাদের সঙ্গে ড্র করেছে জিনেদিন জিদানের শীর্ষরা।
অবশ্য ম্যাচের পরিস্থিতি হারের দিকে এগুচ্ছিল। শেষ মুহূর্তে গোল করে রিয়ালকে এক পয়েন্ট পেতে সাহায্য করলেন ভিনিসিউস জুনিয়র।
গতকাল সোমবার ম্যাচটিতে সোসিয়েদাদের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে রিয়াল। প্রতিপক্ষের হয়ে একমাত্র গোলটি করেন পোর্তু।
এদিন ম্যাচের বেশিরভাগ সময় বল দখলে রেখেও খুব একটা সুযোগ তৈরি করতে পারেনি রিয়াল। পুরো ম্যাচে জিদান শীর্ষরা শট নিয়েছে ২০ বার, যার মধ্যে তিনটি ছিল অন টার্গেট শট। কিন্তু সফল হয়েছে কেবল একটি।
পাল্টা আক্রমণে ম্যাচের ৫৫ মিনিটে গোল পেয়ে যায় সোসিয়েদাদ। নাচো মনরিয়েলের ক্রসে কোনাকুনি হেডে ঠিকানা খুঁজে নেন পোর্তু।
এরপর এক পর্যায়ে ম্যাচটিতে হারের দিকে এগুচ্ছিল রিয়াল। তবে শেষ মুহূর্তে কোনো অঘটন হয়নি। ৮৯ মিনিটে ফেদে ভালভেরদের ব্যাকহিলে বল পেয়ে দারুণ কোনাকুনি পাস বাড়ান ভাসকেস। ডান পায়ের শটে ঠিকানা খুঁজে নেন বদলি নামা ভিনিসিউস।
চলতি লিগে ২৫ ম্যাচে ১৬ জয় ও পাঁচ ড্রয়ে ৫৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ। সমান পয়েন্ট নিয়ে দুইয়ে আছে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলে ৫৮ পয়েন্ট নিয়ে এক নম্বরে আছে অ্যাথলেটিকো মাদ্রিদ। অন্যদিকে ৪২ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে সোসিয়েদাদ।