সোহানের সেঞ্চুরিতে শেখ জামালের জয়
এখনো জাতীয় দলে খুব একটা নিয়মিত নন। আসা-যাওয়ার মধ্যেই থাকেন নুরুল হাসান সোহান। এই উইকেটকিপার-ব্যাটার চলমান প্রিমিয়ার লিগে নিজের সামর্থ্যের প্রমাণ ভালোভাবে দিয়েছেন। শেষ কয়েকটি ম্যাচে বাট হাতে দারুণ উজ্জ্বলতা ছড়িয়েছেন। তারই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার দারুণ একটি সেঞ্চুরি করেন। তাঁর অসাধারণ সেঞ্চুরির ওপর ভর করে শেখ জামাল চার উইকেটে হারিয়েছে রূপগঞ্জ টাইগার্সকে।
প্রথমে ব্যাট করে রূপগঞ্জ ২৪৭ রান গড়ে। জবাবে শেখ জামাল ২৫১ রান করে জয়ের লক্ষ্যে পৌঁছে। এই জয়ের সুবাদে ১২ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষ আছে শেখ জামাল। সমান ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে লিজেন্ডস অব রূপগঞ্জ।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করে রূপগঞ্জ টাইগার্স শুরুটা ভালোই করে। দুই ওপেনার ৪৪ রান গড়েন। এরপরই কিছুটা ধাক্কা লাগলে ওপেনার জাকির হাসান একপাশ আগলে রাখেন। তিনি ৯৮ বলে ৭৫ রান করে দলকে একটা চ্যালেঞ্জিং সংগ্রহের পথ দেখান।
সাদ নাসিম অপরাজিত ৪৩ বলে ৫০ এবং নাসুম আহমেদ ১৭ বলে ২৭ রান রানের ইনিংস খেলেন শেষ দিকে।
শেখ জামালের পক্ষে মেহেদী হাসান মিরাজ তিনটি ও সানজামুল ইসলাম দুই উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে ধানমণ্ডির ক্লাব। সোহান সেঞ্চুরি হাঁকিয়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। তিনি ১৩২ রানের একটি ঝলমলে ইনিংস খেলেন ১১৮ বল খরচায়। আর মিরাজ ৪৩ ও মুশফিক ৩২ রান করেন।
সংক্ষিপ্ত স্কোর
রূপগঞ্জ টাইগার্স : ৫০ ওভারে ২৪৭/৬ (জাকির ৭৫, আইয়ুব ২৩, ফজলে মাহমুদ ২৫, সাদ ৫০*, নাসুম ২৭*; রাসুল ১০-০-৩৮-১, মিরাজ ১০-০-৪০-৩, সানজামুল ৯-০-৪৬-২, জিয়া ১.৫-০-১৯-১)।
শেখ জামাল ধানমণ্ডি ক্লাব: ৪৯ ওভারে ২৫১/৬ (সাইফ ১১, ইমরুল ১২, মুশফিক ৩২, সোহান ১৩২*, মিরাজ ৪৩; মুকিদুল ১০-১-৭৬-২, শরিফইল্লাহ ১০-১-৩৪-১, এনাম জুনিয়র ৮.৫-০-৩৯-১)।
ফল: শেখ জামাল ধানমণ্ডি ক্লাব চার উইকেট জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ : নুরুল হাসান সোহান।