‘স্টুপিড’ প্রশ্ন নিয়ে তামিমের কড়া জবাব
সমালোচনার সুযোগটা করে দিয়েছেন বাংলাদেশ দলের ব্যাটিং কোচ জেমি সিডন্স। একদিন আগেই সাংবাদিকদের সামনে তিনি বলেছিলেন, ‘আমরা তামিমকে চারে নামার সুযোগ দিতে চাই। আমার মতে, চার নম্বরে সে ফ্যান্টাস্টিক (দুর্দান্ত) ব্যাটার হতে পারবে।'
সিডন্সের এই বক্তব্যের পরই মূলত শুরু হয় সমালোচনা। অনেকেই পক্ষে-বিপক্ষে কথা বলছেন। তবে সমালোচনার মধ্যে জল ঢেলে দিলেন তামিম ইকবাল নিজেই। জানিয়ে দিলেন, চারে খেলার কোনো সম্ভাবনাই নেই। সেই সঙ্গে এমন ভাবনা নিয়ে প্রশ্ন করাটাকেই ‘স্টুপিড’ বললেন বাঁহাতি এই ওপেনার।
একটি প্রতিষ্ঠানের অ্যাম্বাসেডর হিসেবে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সিডন্সের বক্তব্য নিয়ে প্রশ্ন করা হয় তামিমকে। তখন কড়া জবাব দিয়ে তামিম বলেছেন, ‘আপনার কাছে কি মনে হয়, আমার এই নম্বর ফোরে ব্যাট করাটা ভালো নাকি ওপেন করাটা ভালো? আমার কাছে মনে হয়, এই প্রশ্নটা যে ব্যক্তি করেছে, আমি জানি না ওর মাথার মধ্যে কি আছে না আছে। আমার কোনো ধারনা নেই। কিন্তু প্রশ্নটা খুবই স্টুপিড ছিল বলে আমার মনে হয়।’
এ ছাড়া তামিম স্পষ্ট জানিয়ে দিলেন চারে ব্যাট করতে চাননা তিনি, ‘আমার কাছে মনে হয় প্রশ্নটাই ঠিক হয়নি। আমাকে কেন চার নম্বরে ব্যাটিং করতে হবে? আমি নিজের কাছে চারে ব্যাটিং করার কোনো কারণই খুঁজে পাই না। ১৭ বছর ধরে আমি ওপেনিংয়ে ভালোই করছি।'