স্বস্তির জয়ে দুইয়ে ফিরল বার্সেলোনা
ঘরের মাঠে গত কয়েক ম্যাচে হতাশায় ডুবছিল বার্সেলোনা। অবশেষে সেই হতাশাকে পেছনে ফেলে ঘুরে দাঁড়াল বার্সা। মায়োর্কার বিপক্ষে স্বস্তির জয় নিয়ে লা লিগার পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে ফিরল কাতালান ক্লাবটি।
গতকাল রোববার রাতে ন্যু ক্যাম্পে মার্কোর বিপক্ষে ২-১ গোলে জিতেছে বার্সেলোনা। দলের হয়ে গোল করেছেন মেমফিস ডিপাই এবং সার্জিও বুসকেটস। আর প্রতিপক্ষের হয়ে একটি গোল শোধ করেন রাইয়ো।
একদিন আগেই রিয়াল মাদ্রিদ জয় নিয়ে এবারের লা লিগার চ্যাম্পিয়ন হয়েছে রিয়াল মাদ্রিদ। জিতেছে রেকর্ড ৩৫তম লা লিগার শিরোপা। তাতে শিরোপার স্বপ্ন বাকিদের নেই আর।
তবে পয়েন্ট টেবিলের জায়গা নিয়ে লড়াইটা চলছে বার্সেলোনা, সেভিয়া ও অ্যাথলেটিকো মাদ্রিদের মধ্যে। কারণ লা লিগায় টেবিলের শীর্ষ চারে থেকে চ্যাম্পিয়ন্স লিগে ফেরার জন্য লড়াই করতে হচ্ছে তিন দলকে।
সেই লড়াইয়ের এই মুহূর্তে ৬৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বার্সা। ৬৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে সেভিয়া। তিনে থাকা অ্যাথলেটিকোর পয়েন্ট ৬১।
এদিন ডিপাইয়ের গোলে ২৫তম মিনিটে লিড পেয়ে যায় বার্সেলোনা। এরপর বিরতি থেকে ফিরে ব্যবধান দ্বিগুণ করেন বুসকেটস। আর শেষ দিকে ৭৯ তম মিনিটে এক গোল শোধ করে স্কোরলাইন ২-১ করে নেয় মায়োর্কা। ওই ব্যবধান নিয়েই শেষ পর্যন্ত ম্যাচ নিষ্পত্তি হয়।