স্মিথকে নিয়ে অস্ট্রেলিয়ার চিন্তা
আবার অস্ট্রেলিয়া শিবিরে নতুন শঙ্কা। দলটির সবচেয়ে বড় তারকা স্টিভেন স্মিথের প্রথম টেস্ট খেলা নিয়ে নতুন করে সংশয় তৈরি হয়েছে। গতকাল মঙ্গলবার অনুশীলন করতে গিয়ে অস্বস্তি বোধ করছিলেন তিনি।
ইএসপিএনক্রিকইনফোর খবরে জানা গেছে, মাত্র ১০ মিনিট ফিল্ডিং করার পরই উঠে যান স্মিথ। নেটে ব্যাটিং প্র্যাকটিসও করেননি।
চার ম্যাচের টেস্ট সিরিজের আগে এমনিতেই অসি শিবিরে বেহালদশা। দলের অন্যতম নির্ভরযোগ্য তারকা ডেভিড ওয়ার্নার প্রথম টেস্টে খেলছেন না। তরুণ ওপেনার পুভস্কিও চোটের কারণে ছিটকে গেছেন। অলরাউন্ডার ক্যামেরুন গ্রিনও চোটে আক্রান্ত।
তাই স্মিথ খেলতে না পারলে স্বাগতিকরা বিপদে পড়ে যাবে। গতকাল মিনিট দশেক অনুশীলন করেন স্মিথ। এরপর বাঁহাতে অস্বস্তি অনুভব করেন। নেটে ব্যাটিং করার কথা থাকলেও শেষ পর্যন্ত পারেননি।
ক্রিকেট অস্ট্রেলিয়া সূত্র জানিয়েছে, স্মিথের পিঠের সমস্যা হচ্ছে। চিকিৎসকরা বিষয়টি নজরে রাখছেন।
এদিকে প্রথম টেস্টের ভারতীয় একাদশ ঘোষণা করা হয়েছে। দলে নেই রোহিত শর্মা। তাই ওপেনিংয়ে মায়াঙ্ক আগারওয়াল ও পৃথ্বী শ উদ্বোধনীতে মাঠে নামবেন। প্রস্তুতি ম্যাচে দারুণ খেলে প্রথম একাদশে জায়গা করে নেওয়ার সম্ভাবনা জাগিয়েছিলেন শুভমান গিল। শেষ পর্যন্ত তিনি দলে সুযোগ পাননি।
ঋষভ পন্তকে পিছনে ফেলে ঋদ্ধিমান সাহা সুযোগ পেয়েছেন প্রথম একাদশে। কিপিংয়ে পরিণত হওয়ায় ঋদ্ধিমানকে মাঠে নামানোর সিদ্ধান্ত নেন কোহলিরা। একমাত্র স্পিনার হিসেবে প্রথম একাদশে সুযোগ পেয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। মোহাম্মদ শামি, জসপ্রীত বুমরাহ ও উমেশ যাদব এই তিন পেসার প্রথম একাদশে সুযোগ পেয়েছেন।
অ্যাডিলেড টেস্টে ভারতের প্রথম একাদশ : মায়াঙ্ক আগরওয়াল, পৃথ্বী শ, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্কা রাহানে (সহ-অধিনায়ক), হনুমা বিহারি, ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, উমেশ যাদব, মোহাম্মদ শামি ও জসপ্রীত বুমরাহ।