হঠাৎ হাতুড়ি দিয়ে করাচির পিচ পেটালেন প্যাট কামিন্স
করাচির পিচ নিয়ে মধুর সমস্যায় পড়েছে অস্ট্রেলিয়া। স্কোরবোর্ডে পাহাড়সম রান তুলেও শান্তিতে নেই। অসিদের রানের পাহাড় টপকাতে তুমুল লড়াই চালিয়ে যাচ্ছে পাকিস্তান। অধিনায়ক বাবর আজমের সেঞ্চুরিতে দাঁতভাঙা জবাব দিচ্ছে পাকিস্তান। কিন্তু পাকিস্তান অধিনায়কের লড়াই ছাপিয়ে আলোচনায় অসি অধিনায়ক প্যাট কামিন্স।
খেলা চলাকালীন হঠাৎ করে হাতুড়ি নিয়ে করাচির পিচে ক্রমাগত পেটালেন প্যাট কামিন্স। এমন দৃশ্য চোখে পড়লে ক্রিকেটপ্রেমীদের অবাক হওয়াই স্বাভাবিক। পুরো ঘটনাটা খুলে বলা যাক।
পাকিস্তান-অস্ট্রেলিয়া ম্যাচের মাঝে করাচি স্টেডিয়ামের বাইশগজে প্যাট কামিন্সকে দেখা যায় হাতুড়ি হাতে। তাঁকে পিচের উপর ক্রমাগত হাতুড়ি চালাতে দেখে পাকিস্থান অধিনায়ক বাবর মাঠকর্মীদের ডাক দেন। অবশ্য কামিন্সের কাজে বাধা সৃষ্টি করা উদ্দেশ্য ছিল না স্বাগতিক অধিনায়কের। সম্ভবত কামিন্সের বদলে মাঠকর্মীদের করার আহ্বানই জানিয়েছিলেন তিনি।
আসলে টেস্টের চতুর্থ দিনে বোলিং ক্রিজে সমস্যা দেখা দেওয়ায় তা ঠিক করার জন্যই আম্পায়ারের নজরদারিতে পিচে হাতুড়ি চালাচ্ছিলেন কামিন্স। পিসিবি আবার সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। ভিডিওর ক্যাপশনে হাতুড়ি হাতে কামিন্সকে ‘থর’ হিসেবে আখ্যা দেয় পিসিবি।
পিসিবির সোশ্যাল মিডিয়াতে প্রকাশ হওয়া ভিডিওটি এরই মধ্যে ভাইরাল হয়ে গেছে। নেটিজেনরাও ‘থর’ হিসেবে আখ্যা পাওয়া কামিন্সকে নিয়ে মজা লুটছেন।
করাচি টেস্টের প্রথম তিন দিন ছিল চরম ম্যাড়ম্যাড়ে। যেখানে একচেটিয়া আধিপত্য দেখিয়েছে অস্ট্রেলিয়া। দুই ইনিংস মিলিয়ে পাকিস্তানি বোলারদের প্রায় ২১২ ওভার বোলিং করিয়েছে অসিরা। স্বাগতিকদের ক্লান্ত ও মানসিকভাবে বিপর্যস্ত করে শেষ পর্যন্ত ইনিংস ছেড়েছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসের লিড মিলিয়ে পাকিস্তানকে মোট ৫০৬ রানের বিশাল টার্গেট দিয়েছে কামিন্সের দল।
গতকাল মঙ্গলবার চতুর্থ দিন এ বিশাল রানের লক্ষ্য নিয়ে পাকিস্তান যখন ব্যাটিংয়ে নামে, তখন তাদের নিয়ে আশা ছিল কম মানুষেরই। কারণ কার্যত এ রান টপকানো অসম্ভব। এমনকি প্রথম ইনিংসে মাত্র ১৪৮ রানে অলআউট হওয়া পাকিস্তানের পক্ষে ড্র করাও এক রকমের অসম্ভবের মতো ছিল। কিন্তু, সে অসম্ভবকে কিছুটা হলেও সম্ভব করার আভাস দিচ্ছে পাকিস্তান।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে সেঞ্চুরি তুলে নিয়েছেন দলটির অধিনায়ক বাবর আজম। তাঁর সঙ্গে ব্যাটিংয়ে দৃঢ়তা দেখান আবদুল্লাহ শফিকও। বাবরের ব্যাটে রোমাঞ্চ জাগছে করাচিতে।