হতাশায় ভেঙে পড়েছেন নেইমার
কাতার বিশ্বকাপে ব্রাজিলের হেক্সা মিশনের স্বপ্ন ছিল তাকে ঘিরেই। কিন্তু প্রথম ম্যাচেই চোটে পড়ে মিস করেছেন গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো। নক আউটে এলেন, শেষ ষোলোর বাধা টপকে কোয়ার্টার ফাইনালে উঠলো ব্রাজিল। সেখানে করলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ গোল। তবু ম্যাচ শেষে পরাজিতের কাতারে নেইমার।
এতেই ভেঙে পড়েন নেইমার জুনিয়র। এতটাই যে, মাঠে অঝোরে কান্না শুরু করেন। বিশ্বকাপ শুরুর আগে নেইমার ইঙ্গিত দিয়েছিলেন হতে পারে এটিই তার শেষ বিশ্বকাপ। কিন্তু ক্রোয়েশিয়ার বিপক্ষে হার তাকে এতটাই বিধ্বস্ত করেছে, কিছুতেই নিজেকে মানাতে পারছেন না।
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে ম্যাচ পরবর্তী সেই মানসিক বিপর্যস্ততার ব্যাপারে নেইমার লিখেন, "এই মুহূর্তে মানসিকভাবে আমি পুরোপুরি হতাশ। এটি এমন এক হার, যা আমাকে ভেঙে দিয়েছে। ম্যাচ শেষে অন্তত ১০ মিনিটের মতো আমি শরীরে কোনো জোর পাচ্ছিলাম না। যেন অসার হয়ে গেছি। কোনোভাবেই কান্না থামাতে পারছিলাম না।"
ব্রাজিলের জার্সিতে নেইমার আর খেলবেন কি না, তা সময় বলবে। এখন তিনি কোনো সিদ্ধান্ত নেওয়ার অবস্থায় নেই। চমৎকার এক গোল দিয়েও পরাজিত দলে থাকাটা মেনে নিতে পারছেন না ৩০ বছর বয়সী এই তারকা।
ক্রোয়েশিয়ার বিপক্ষে গোল দিয়ে ছুঁয়েছেন কিংবদন্তি পেলের রেকর্ড। ১২৪ ম্যাচে ব্রাজিলের হয়ে মাঠে নামা নেইমারের জাতীয় দলে গোলসংখ্যা পেলের সমান ৭৭। আর ১ গোল হলেই হয়ে যাবেন দেশের সর্বোচ্চ গোলদাতা। সেই পেলেই নেইমারকে বললেন, 'থেকে যাও সবার জন্য অনুপ্রেরণা হয়ে।'