হতাশ মাহমুদউল্লাহকে অনুপ্রেরণা দিচ্ছেন মাশরাফী
প্রায় ১৩ মাস কেটে গেছে। এই সময়ে কোনো ধরণের ম্যাচ খেলতে নামেননি মাশরাফী বিন মোর্ত্তজা। এত দিন পর মাঠে ফেরা নড়াইল এক্সপ্রেসকে সেই পুরোনো রূপেই দেখা গেছে। মিনিস্টার গ্রুপ ঢাকা হেরে গেলেও সাবেক অধিনায়কের আঁটসাঁট বোলিং ও উইকেট নেওয়ার মনোভাবে রীতিমতো মুগ্ধ অধিনায়ক মাহমুদউল্লাহ। অধিনায়কের মতে, মাশরাফীর ফেরা অনেক খেলোয়াড়কেই অনুপ্রেরণা যোগাবে।
২০২০ সালের ১৮ ডিসেম্বর বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনালে শেষ মাঠে নেমেছিলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফী। মাঝে কেটে গেল এক বছরেরও বেশি সময়। করোনা জটিলতা ও চোটের কারণে এর মধ্যে আর খেলা হয়নি তাঁর। এতদিন পর বিপিএলের অষ্টম আসর দিয়ে আজ মঙ্গলবার বাইশ গজে ফিরলেন মাশরাফী।
মাশরাফীর ফেরার ম্যাচে অবশ্য সিলেটের কাছে সাত উইকেটে হেরেছে ঢাকা। ব্যাটারদের ব্যর্থতায় অল্প পুঁজি নিয়েই লড়তে হয়েছে ঢাকাকে। কিন্তু মাত্র ১০০ রানের পুঁজি নিয়ে খেলতে নামা দলের হয়ে দারুণ লড়াই করলেন মাশরাফী। এমনকি নিজের শেষ ওভারেও এনে দিলেন উইকেট। নিজের কোটার ৪ ওভার বোলিং করে মাত্র ২১ রানে ২ উইকেট নিয়েছেন তিনি। মাশরাফীর এমন বোলিংয়ে মুগ্ধ ঢাকার অধিনায়ক মাহমুদউল্লাহ।
সিলেটের বিপক্ষে ম্যাচ শেষে অধিনায়ক বলেন, ‘এটা আমাদের জন্য অনেক বড় প্রেরণা। মাঠে ফিরতে নিজের ফিটনেস এবং বোলিং স্কিল নিয়ে তিনি কঠোর পরিশ্রম করছিলেন। এক বছরের বেশি সময় পর মাঠে ফিরেছেন। দুটি উইকেট পেয়েছেন।’
এরপর দলের পারফরম্যান্সে হতাশা প্রকাশ করে মাহমুদউল্লাহ বলেন, ‘দলগত পারফরম্যান্সে আমি খুবই হতাশ। আমরা এই ম্যাচটা জিতে পয়েন্ট টেবিলে সমতা আনতে চেয়েছিলাম। কিন্তু পারিনি। এ জন্য আমাদের প্রত্যেককে আবারও এক হতে হবে। উন্নতির জায়গাগুলো খুঁজতে হবে। বিশেষ করে ব্যাটসম্যানদের দায়িত্ব নিতে হবে। কঠোর পরিশ্রম করতে হবে। উইকেট নিয়ে সমস্যা নেই। আমরা যেভাবে ব্যাটিং করেছি, তা হতাশাজনক। শুরুটা ভালো হয়নি এবং আমাদের কোনো জুটি হয়নি। মধ্যভাগেও আমাদের ব্যাটিং ভালো হয়নি। কোনো জুটি পাইনি।’