হাঁটুর চোটে বিশ্বকাপ শেষ উইলিয়ামসনের
আইপিএলের চলতি আসরের উদ্বোধনী ম্যাচে গত ৩১ মার্চ চেন্নাইয়ের বিপক্ষে চোট পেয়ে মাঠ ছাড়েন গুজরাট টাইটান্সের তারকা কেন উইলিয়ামসন। সেই চোট তাকে ছিটকে দিয়েছিল পুরো আইপিএল থেকে। এবার আরও বড় দুঃসংবাদ নিউজিল্যান্ড অধিনায়ক উইলিয়ামসনের জন্য। চোট গুরুতর হওয়ায় তিনি মিস করতে পারেন আসন্ন ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ। যা নিউজিল্যান্ড দলের জন্য বিশাল ধাক্কা। গতকাল বুধবার (৫ এপ্রিল) একটি প্রতিবেদনে এমনটিই জানিয়েছে ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো।
আইপিএলের প্রথম ম্যাচের ১৩তম ওভারের তৃতীয় বলের সময় জশুয়া লিটলের বলে রুতুরাজ গায়কোয়াড় স্কয়ার লেগ দিয়ে ছক্কা মারতে চেয়েছিলেন। বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে সেই ছয় আটকাতে উইলিয়ামসন লাফিয়ে বল হাতে নিয়ে শূন্যে থাকতেই মাঠে ছুড়ে দেন। কিন্তু তার ডান পা বাউন্ডারির ওপারে পড়লেও ভারসাম্য রাখতে পারেননি। মাটিতে পড়ে ডান হাঁটু ধরে যন্ত্রণায় কাতরাতে থাকেন কিউই তারকা।
পরবর্তীতে এক বিবৃতিতে গুজরাট টাইটান্স কর্তৃপক্ষ জানায়, ‘আসরের একেবারে শুরুর দিকে চোটের কারণে কেনকে হারানো দুঃখজনক। আমরা তার দ্রুত আরোগ্য কামনা করি। খুব শিগগিরই তাকে মাঠে দেখতে পাব বলে আশা করছি।’
চোটের অবস্থা আরও ভালোভাবে মূল্যায়নের জন্য উইলিয়ামসন নিউজিল্যান্ডে ফিরে যান। সেখানে বিশদ পরীক্ষা নিরীক্ষা শেষে জানা যায়, ডান হাঁটুর লিগামেন্টের চোট এতটাই গুরুতর যে, ৩ সপ্তাহের মধ্যে অস্ত্রোপচার করাতে হবে তাকে। যা তাকে ছিটকে দিতে পারে অক্টোবর থেকে শুরু হতে যাওয়া আসন্ন ক্রিকেট বিশ্বকাপ থেকেও।
নিজের চোট প্রসঙ্গে উইলিয়ামসন বলেন, ‘স্বাভাবিকভাবেই এমন চোটে পড়াটা হতাশার। কিন্তু এখন আমার সবটুকু নজর অস্ত্রোপচার ও সেরে ওঠার দিকে। এটি সময়সাপেক্ষ ব্যাপার হলেও আমি সর্বোচ্চ চেষ্টা করবো যত দ্রুত সম্ভব ফিরে আসতে।’
বিশ্বকাপের মাত্র কয়েক মাস আগে উইলিয়ামসনের মতো একজন তারকাকে হারানো দলের জন্য বিরাট ক্ষতি। নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিড বলেন, ‘এমন সময়ে এটি খুবই হতাশাজনক। তবে আমরা আশা ছাড়ছি না। সবার আগে আমাদের কাজ হচ্ছে এই কঠিন সময়ে তাকে (উইলিয়ামসন) মানসিকভাবে সাহায্য করা। তার পাশে থাকা।’
উইলিয়ামসনের অনুপস্থিতিতে বিশ্বকাপের আগ পর্যন্ত সিরিজগুলোতে নিউজিল্যান্ড অধিনায়কের দায়িত্ব পালন করবেন টম লাথাম।