হাজার রানের রেকর্ড গড়ে বিজয়ের সেঞ্চুরি
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) এবারের আসরে একের পর এক ম্যাচে চমক দেখিয়ে যাচ্ছেন এনামুল হক বিজয়। টুর্নামেন্টের শুরু থেকে ছন্দ ধরে রাখা বিজয় এবার স্পর্শ করলেন নতুন রেকর্ড। রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে আজ এক হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন বিজয়। রেকর্ড ছুঁয়ে বিজয় তুলে নিয়েছেন সেঞ্চুরিও। তুমুল ফর্মে থেকে রীতিমতো উড়ছেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের এই ওপেনার।
আজ মঙ্গলবার ৯৩০ রান নিয়ে সুপার লিগের চতুর্থ রাউন্ডে মাঠে নেমেছিলেন বিজয়। ওপেনিংয়ে নেমেই নিজের লক্ষ্য ছোঁয়ার পথে হাঁটছিলেন তিনি। অবশেষে নাগাল পেয়ে গেলেন রেকর্ডের। রূপগঞ্জ টাইগার্সের পেসার নাহিদের বল আলতো টোকায় কাভারে পাঠিয়ে এক মৌসুমে হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি।
ঢাকা প্রিমিয়ার লিগ লিস্ট ‘এ’ মর্যাদা পাওয়ার পর প্রথম ক্রিকেটার হিসেবে এক মৌসুমে এক হাজার রানের রেকর্ড গড়লেন বিজয়। তাইতো সেই উল্লাস ফুটে উঠল বিজয়ের মুখে।
রেকর্ড গড়েও অবশ্য থামেননি বিজয়। ১২১ স্ট্রাইক রেটে ৮২ বলে তুলে নেন সেঞ্চুরি। সেঞ্চুরি হাঁকাতে বিজয় খেলেন ১১টি বাউন্ডারি ও ৪টি ছক্কা।
এবারের প্রিমিয়ার লিগের শুরু থেকেই বিজয়ের ব্যাটে রানের ফোয়ারা। সুপার লিগের আগেই ১০ ম্যাচে ৭২.৮০ গড়ে ও ৯৭.৯৮ স্ট্রাইক রেটে রান করেছিলেন ৭২৮ এই ক্রিকেটার।
ঢাকা লিগ লিস্ট ‘এ’ ক্রিকেটের মর্যাদা পাওয়ার আগে গাজী আশরাফ হোসেন লিপু, স্টিভ টিকোলোদের সহস্রাধিক রানের রেকর্ড ছিল। তবে কখন তা লিস্ট ‘এ’ ক্রিকেটের মর্যাদা পায়নি।