হারের কারণ জানালেন তামিম
প্রথম ম্যাচে দুর্দান্ত জয়ের পর দ্বিতীয় ম্যাচে চরম ব্যর্থতা। দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের এমন ছন্দপতন অবাক করারই মতো। কেন এমন ব্যর্থতা, ম্যাচ শেষে জানালেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল।
এ ব্যাপারে তামিম বলেন, ‘যেমন ভেবেছিলাম আমাদের প্রত্যাশা অনুযায়ী উইকেট হয়নি। পেস-বাউন্স থাকতেই পারে, কিন্তু বাড়তি বাউন্স আমাদের জন্য কিছুটা সমস্যা হয়েছে। বল কখনো উপরে আবার কখনও নিচু হচ্ছিল, বিশেষ করে নতুন বলে। এ ধরণের উইকেটে আমাদের খেলার অভিজ্ঞতা খুব একটা নেই। তবে প্রতিপক্ষ বোলাদের আরেকটু ভালোভাবে মোকাবিলা করা যেতো। আমাদের সংগ্রহ ২৩০-২৪০ হলে ভালো হতো।’
বাংলাদেশ অধিনায়ক আরো বলেন, ‘প্রথম ম্যাচের মতো খেলা উচিত ছিল আমাদের। রান করার জন্য যথেষ্ট সময় ছিল, মাঝের ওভারগুলোতে আমরা আরো বেশি রান করতে পারতাম, প্রতিপক্ষ বোলাদের ওপর চড়াও হওয়া যেতো। তবে আমাদের জন্য প্রথম দশ ওভার খুবই গুরুত্বপূর্ণ ছিল।’
দুই তরুণ ব্যাটার আফিফ ও মিরাজের প্রশংসা করে তামিম বলেন, ‘এক পর্যায়ে মনে হয়েছিল আমাদের ১০০ রান করা কঠিন হবে। চরম খারাপ অবস্থা থেকে ১৯৪ করতে পেরেছি দুই তরুণের দৃঢ়তায়। আফিফ ও মিরাজ দারুণ খেলেছে, এটা ইতিবাচক দিক ছিল।’