হারের পর ভারতকে জরিমানা
৩৭৭ রানের বড় পুঁজি নিয়েও ইংল্যান্ডের সামনে স্রেফ উড়ে গেল ভারত। স্বাগতিকদের কাছে সাত উইকেটের বড় ব্যবধানে হেরে গেলেন কোহলিরা। এই হারের মধ্যেই আরেকটি ধাক্কা খেল ভারত।
এজবাস্টন টেস্টে মন্থর ওভার রেটের কারণে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে দুই পয়েন্ট হারিয়েছে ভারত। সেই সঙ্গে ভারতীয় খেলোয়াড়দের ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে।
এক বিবৃতিতে খবরটি জানিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। আইসিসি জানায়, সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট ম্যাচটিতে নির্ধারিত সময়ে ২ ওভার কম বল করেছে ভারত।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রে এই নিয়ে তৃতীয়বার মন্থর ওভার রেটের জন্য পয়েন্ট হারাল ভারত। এর আগে গত বছর ইংলিশদের বিপক্ষেই নটিংহ্যাম টেস্টে দুই পয়েন্ট হারায় তারা। এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরিয়ন টেস্টে হারায় আরও এক পয়েন্ট। এবার হারাল আবার দুই পয়েন্ট। সব মিলিয়ে এখন পর্যন্ত ৫ পয়েন্ট হারাল ভারত।
পঞ্চম টেস্টের শেষ দিনে ভারতকে ৭ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজ ২-২ সমতায় শেষ হলো।
ম্যাচটিতে চতুর্থ ইনিংসে ৩৭৮ রান তাড়া করে জিতেছে ইংল্যান্ড। টেস্ট ক্রিকেটে যেটা ইংল্যান্ডের সর্বোচ্চ রান তাড়া করা জয়ের রেকর্ড। এর আগের রেকর্ডটি ছিল হেডিংলিতে। ২০১৯ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৫৯ রানের লক্ষ্য তাড়া করে ১ উইকেটের জয়টি এতদিন সেরা জয় ছিল।