হারের সঙ্গে জরিমানাও গুনতে হলো বাংলাদেশকে
গত রোববার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরেছে বাংলাদেশ। সেই হারের পাশাপাশি জরিমানাও গুনতে হচ্ছে বাংলাদেশ দলকে। মন্থর ওভার-রেটের কারণে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। আজ বুধবার আইসিসি এক বিবৃতিতে জানিয়েছে এই তথ্য।
আগামীকাল বৃহস্পতিবার তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে লড়াইয়ে নামবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় শুরু হবে ম্যাচটি।
আইসিসির ২.২২ ধারা অনুযায়ী বোলিং করার সময় পিছিয়ে থাকা প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়।
বিষয়টা মেনে নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ। তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে দুই টেস্টেই হেরেছে বাংলাদেশ। আর প্রথম টি-টোয়েন্টি বৃষ্টির কারণে ভেস্তে যায়। আর দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ দল হেরেছে ৩৫ রানে।
উইন্ডিজ প্রথমে ব্যাট করে বাংলাদেশকে ১৯৪ রানের লক্ষ্য দেয়, জবাবে ২০ ওভারে ৬ উইকেটে ১৫৮ রান নিয়ে ইনিংস শেষ করে বাংলাদেশ।