হার্দিক পান্ডিয়ার আচরণে ক্ষুব্ধ সমর্থকরা
সানরাইজার্স হায়দরাবাদের কাছে হারের ম্যাচে বিতর্কে জড়ালেন গুজরাট টাইটানসের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। খেলা চলাকালীন মাঠেই দলের সিনিয়র ক্রিকেটার মোহাম্মদ শামির সঙ্গে কিছুটা মেজাজ হারান তিনি। যার জের ধরে ক্ষুব্ধ হয়েছেন সমর্থকরা।
ঘটনাটি খোলাসা যাক। ঘটনাটি ঘটে ম্যাচের ১৩তম ওভারে। তখন বল করতে আসেন হার্দিক। বোলিংয়ে এসেই হায়দরাবাদের অধিনায়ক কেন উইলিয়ামসনের কাছে দুটি ছক্কা খান তিনি। এরপর থার্ডম্যান অঞ্চলে বল কিছুটা উপরে উঠিয়ে মারেন কেইন। সেখানে ছিলেন শামি। কিন্তু থার্ডম্যানে থেকেও তাঁকে ক্যাচ ধরার খুব বেশি চেষ্টা করতে দেখা যায়নি।
তাতেই মেজাজ হারান হার্দিক। শামির উদ্দেশে চিৎকার করে কিছু বলতে শোনা যায় তাঁকে। তাতে শামিও কিছুটা হতভম্ব হয়ে যান। ওই ঘটনার পরপরই হার্দিককে নিয়ে সমালোচনা শুরু হয়। আনন্দবাজারের প্রতিবেদন অনুসারে, গুজরাটের সমর্থকদের অভিযোগ, শামির মতো ক্রিকেটারের এই অসম্মান প্রাপ্য নয়। হার্দিক নিজে প্রথম বার কোনো দলের অধিনায়কত্ব করছেন। তাঁকে বুঝতে হবে দলে সিনিয়রদের সম্মান করতে হয়। নিজে খারাপ বল করায় ছক্কা খেয়েছেন তিনি। সেই রাগ শামির উপর প্রকাশ করলেন। এতে দলের ভারসাম্য নষ্ট হতে পারে বলেই অভিযোগ সমর্থকদের।
টুইটারে এক ভক্ত লিখেছেন,‘প্রিয় হার্দিক, তুমি বাজে অধিনায়ক। সতীর্থদের সঙ্গে চিৎকার করা বন্ধ কর, বিশেষ করে, শামির মতো সিনিয়র কারও সঙ্গে।’