হাসারাঙ্গার রেকর্ড বোলিংয়ে ভারতকে উড়িয়ে সিরিজ শ্রীলঙ্কার
সিরিজ জয়ের জন্য যা করার বোলিংয়েই করে রেখেছিল শ্রীলঙ্কা। জন্মদিনে বল হাতে শ্রীলঙ্কার হয়ে বড় চমক দেখান ভানিন্দু হাসারাঙ্গা। মাত্র ৯ রান দিয়ে ৪ উইকেট নিয়ে গড়েছেন বিশ্বরেকর্ড। তাঁর রেকর্ডময় দিনে জয় পেতে অসুবিধা হয়নি স্বাগতিকদের। ভারতকে সহজেই হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে লঙ্কানরা।
গতকাল বৃহস্পতিবার কলম্বোয় সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ভারতকে ৭ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা। এই জয়ের মাধ্যমে তিন ম্যাচের সিরিজটি ২-১ ব্যবধানে জিতেছে লঙ্কানরা। ভারতের বিপক্ষে এটাই লঙ্কানদের প্রথম টি-টোয়েন্টিতে সিরিজ জয়।
এদিন আগে ব্যাট করে লঙ্কান বোলারদের সামনে মুখ থুবড়ে পড়েছে ভারতের ব্যাটিং। আগে ব্যাট করে মাত্র ৮১ রানে থেমে যায় সফরকারীরা। এর মধ্যে সর্বোচ্চ ২৩ রান এসেছে কেবল কুলদিপ যাদবের ব্যাট থেকে। বাকিরা সবাই একে একে ফিরে গেছেন সাজঘরে। কুলদিপ ছাড়া ভারতের আট ব্যাটসম্যানের মধ্যে মাত্র দুজন পেরোতে পেরেছেন ১০-এর ঘর। বাকিদের স্কোর যথাক্রমে ০, ৯, ০, ৬, ৫, ০, ৫ এবং ৩।
বল হাতে দারুণ করেছেন হাসারাঙ্গা। উইকেটের সহায়তা পেয়ে ক্যারিয়ারসেরা বোলিং করেছেন তিনি। ৪ ওভারে ৯ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন হাসারাঙ্গা। টি-টোয়েন্টিতে যা ভারতের বিপক্ষে যেকোনো বোলারের সেরা বোলিং। এরপর ব্যাট হাতে ৯ বলে ১৪ রান করে তিনিই হয়েছেন ম্যাচ সেরা। এ ছাড়াও জিতেছেন সিরিজে সেরার পুরস্কার।
ভারতের দেওয়া ৮২ রানের জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৪.২ ওভার সময় নিয়েছে শ্রীলঙ্কা। ৩৩ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে গেছে স্বাগতিকেরা। দলের হয়ে সর্বোচ্চ ২৩ রান করেছেন ধনঞ্জয়া ডি সিলভা। ২০১৯ সালের পর টি-টোয়েন্টিতে প্রথম সিরিজ জয়ের স্বাদ পেল শ্রীলঙ্কা। আর টানা আট সিরিজ অপরাজিত থাকার পর হারল ভারত।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত: ২০ ওভারে ৮১/৮ (রুতুরাজ ১৪, ধাওয়ান ০, পাডিক্কাল ৯, স্যামসন ০, নিতিশ ৬, ভুবনেশ্বর ১৬, কুলদিপ ২৩*, চাহার ৫, বরুণ ০, সাকারিয়া ৫*; চামিরা ৪-০-১৬-১, চামিকা ২-০-১২-০, রমেশ ২-০-১৩-১, হাসারাঙ্গা ৪-০-৯-৪, আকিলা ৪-০-১১-০, শানাকা ৪-০-২০-২)।
শ্রীলঙ্কা: ১৪.৩ ওভারে ৮২/৩ (আভিশকা ১২, মিনোদ ১৮, সামারাবিক্রমা ৬, ধনাঞ্জয়া ২৩*, হাসারাঙ্গা ১৪*; ভুবনেশ্বর ২-০-৯-০, বরুণ ৩.৩-০-১৫-০, ওয়ারিয়র ৩-০-২৩-০, চাহার ৪-০-১৫-৩, কুলদিপ ২-০-১৬-০)।
ফল : শ্রীলঙ্কা ৭ উইকেটে জয়ী।
সিরিজ : তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জয়ী শ্রীলঙ্কা।
ম্যান অব দ্য ম্যাচ : ভানিন্দু হাসারাঙ্গা।
ম্যান অব দ্য সিরিজ : ভানিন্দু হাসারাঙ্গা।