হেরেও চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টারে লিভারপুল
অ্যানফিল্ডের কঠিন দুর্গে আক্রমণের মাধ্যমে ম্যাচ জমিয়ে তুলেছিল লিভারপুল। কিন্তু কোনোমতেই পেল না জালের দেখা। উল্টো গোল করে ইন্টার মিলানকে স্বপ্ন দেখালেন লাউতারো মার্টিনেস। কিন্তু সেই স্বপ্ন শেষ পর্যন্ত পূর্ণতা দিতে পারলেন না কেউ। ফলে হেরে গিয়েও চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার-ফাইনালে উঠল লিভারপুল।
অ্যানফিল্ডে গতকাল মঙ্গলবার রাতে শেষ ষোলোর ফিরতি লেগে ইন্টার মিলানের কাছে ১-০ গোলে হেরেছে লিভারপুল। কিন্তু এর আগে ইন্টারের মাঠে প্রথম লেগে ২-০ ব্যবধানে জিতেছিল তারা। ওই জয়ই মূলত ভাগ্য খুলে দিয়েছে লিভারপুলের। দুই লেগ মিলিয়ে মোট ২-১ ব্যবধানের অগ্রগামিতায় শেষ আটে উঠল ইয়ুর্গেন ক্লপের দল।
নিজেদের মাঠে এদিন ৬৩ ভাগ সময় বল দখলে রেখেও জালের দেখা পায়নি লিভারপুল। এই সময় মোট ১২বার আক্রমণ করে তারা। যার দুটি ছিল অনটার্গেটে যাওয়ার মতো। পাল্টা আক্রমণে ৬ বার যায় ইন্টার। যার একটিতে সফল হয়েও শেষ আটে যেতে পারেনি তারা।
ম্যাচের ৬৩ মিনিটে গোলটি করেন ইন্টারের তারকা মার্টিনেস। সানচেসের পাস ধরে ডি-বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শটে দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন তিনি। কিন্তু শেষ দিকে আর কেউ গোল করতে না পারলে ছিটকে যেতে হয় ইন্টারকে।
এদিন আরেক ম্যাচে রবার্ত লেভানদোভস্কির হ্যাটট্রিকে সালসবুর্ককে ৭-১ গোলে হারিয়ে দুই লেগ মিলিয়ে ৮-২ ব্যবধানে এগিয়ে শেষ আটে ওঠে বায়ার্ন মিউনিখ।