হেরে গেল রোনালদোর জুভেন্টাস
জুভেন্টাসের সামনে সুযোগ ছিল টানা দশবার চ্যাম্পিয়ন হওয়ার। কিন্তু সেই সম্ভাবনা যেন ক্ষীণ হয়ে হচ্ছে। গতকাল রোববার রাতে তলানিতে থাকা দলের কাছে হেরে শিরোপা জয়ের লড়াইয়ে অনেকটাই পিছিয়ে পড়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর দল।
বেনেভেন্টোর কাছে ০-১ হারল আন্দ্রে পিরলোর জুভেন্টাস। রোনালদো এদিন একেবারেই ছন্দে ছিলেন না। ম্যাচে গোল করা তো দূরের কথা, সেভাবে চাপই তৈরি করতে পারলেন না তিনি।
ম্যাচের ৬৯ মিনিটে অ্যাডল্ফো গাইচের একমাত্র গোলে জয় ছিনিয়ে নেয় বেনেভেন্টো। রোনালদোকে নিয়ে জুভেন্টাসে নতুন করে প্রশ্ন উঠেছে।
বেনেভেন্টোর বিরুদ্ধে খেলতে নামার আগে ৭৭০ ও ‘জিওএটি’ (গ্রেটেস্ট অব অল টাইম) লেখা জার্সি উপহার হিসেবে রোনালদোর হাতে তুলে দিয়েছিলেন জুভেন্টাসের প্রেসিডেন্ট আন্দ্রে আগনেলি। কদিন আগেই পেলেকে ছাড়িয়ে সর্বোচ্চ গোলদাতা হিসেবে ৭৭০টি গোলের রেকর্ড গড়েছেন তিনি। কিন্তু রোনালদোর খেলায় সেই উদ্দাম খুঁজে পাওয়া যায়নি।
লিগ তালিকায় শীর্ষে থাকা আন্তোনিয়ো কন্তের ইন্টার মিলানের সঙ্গে ১০ পয়েন্টের ব্যবধান হয়ে গেল জুভেন্টাসের। ২৭ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে লিগ তালিকার তিন নম্বরেই থেকে গেল রোনালদোর দল। ইন্টার মিলানের পয়েন্ট ২৭ ম্যাচে ৬৫। ২৮ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে এসি মিলান রয়েছে দ্বিতীয় স্থানে।
চ্যাম্পিয়নস লিগ থেকেও ছিটকে গেছে জুভেন্টাস। নয় বছর পর সেরি আ খেতাব হাতছাড়া হতে চলেছে তাদের। রোনালদোকে নিয়ে এসেও কোনো লাভ হচ্ছে না বলে এরই মধ্যে গুঞ্জন শুরু হয়ে গেছে। তাই সিআরসেভেনের রিয়েল মাদ্রিদে ফেরার আলোচনা জোরাল হচ্ছে।