হেলমেটে বলের আঘাত লাগা ইয়াসিরের ‘কনকাশন সাব’ সোহান
অভিষেক ম্যাচের প্রথম ইনিংসে ভালো করতে পারেননি। তবে, দ্বিতীয় ইনিংসে ছন্দ খুঁজে পেয়েছিলেন ইয়াসির আলী রাব্বি। দলের বিপর্যয়ে এগিয়ে যাচ্ছিলেন হাফসেঞ্চুরির পথে। কিন্তু, পারলেন না টিকে থাকতে। হেলমেটে বলের আঘাত লাগায় মাঠ ছাড়তে হলো অভিষিক্ত ইয়াসিরকে।
আজ সোমবার পানি পানের বিরতির আগমুহূর্তের ঘটনা। বিরতিতে যাওয়ার আগের ওভারে শাহিন শাহ আফ্রিদির বাউন্সার লাগে ইয়াসির আলির হেলমেটে।
শুরুতে ততটা চোট পেয়েছেন বলে মনে হয়নি। পরমুহূর্তে ফিজিও মাঠে এসে ইয়াসিরের সঙ্গে কথা বলেন। এরপরও খেলা চালিয়ে যান এ মিডল অর্ডার ব্যাটসম্যান। কিন্তু, পারলেন না বেশিক্ষণ চালিয়ে যেতে। পানি পানের বিরতির সময় ফিজিওর সঙ্গে মাঠ ছাড়েন তিনি। ৭২ বল খেলে ৩৬ রান করেন ইয়াসির।
শেষ খবর পাওয়া পর্যন্ত স্ক্যানের জন্য ইয়াসিরকে হাসপাতালে নেওয়া হয়েছে। এ মিডল অর্ডার ব্যাটসম্যানের জায়গায় ‘কনকাশন সাব’ হিসেবে খেলছেন কিপার-ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। সবশেষ ২০১৮ সালে টেস্টে খেলেছিলেন সোহান।
চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনের শেষভাগে বাংলাদেশকে হতাশ করেন ব্যাটাররা। আজ সোমবার চতুর্থ দিনের শুরুটাও ভালো হলো না। দিনের শুরুতেই সাজঘরে ফেরেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। দিনের তৃতীয় বলেই মুশফিককে বোল্ড করেছেন হাসান আলী। ৩৩ বলে ১৬ রান করে বিদায় নিয়েছেন তিনি। ৪৩ রানে ৫ উইকেট নেই বাংলাদেশের।
এরপর হেলমেটে বল লাগায় আহত হয়ে মাঠ ছাড়তে হয়েছে ইয়াসির আলীকে। আউট হয়ে ফিরেছেন মেহেদী হাসান মিরাজও। তবে, এরপরও লিড ১৫০ ছাড়িয়েছে বাংলাদেশের। বড় লিডের আশায় লড়ছে বাংলাদেশ।
গতকাল রোববার চট্টগ্রাম টেস্টে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ৩৯ রান নিয়ে দিন শেষ করে বাংলাদেশ। ৮৩ রানে এগিয়ে থেকে আজ চতুর্থ দিন শুরু করেছে বাংলাদেশ।