হোয়াইটওয়াশের লক্ষ্যে শুক্রবার মাঠে নামছে বাংলাদেশ
টি-টোয়েন্টিতে দারুণ সময় কাটছে বাংলাদেশের। বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করার পর বাংলাদেশের সামনে সুযোগ আয়ারল্যান্ডকেও বাংলাওয়াশের লজ্জা দেওয়া। যে লক্ষ্যে আগামীকাল শুক্রবার (৩১ মার্চ) মাঠে নামছে সাকিবের দল। সাগরিকায় খেলা শুরু দুপুর ২টায়।
টি-টোয়েন্টিতে এ যেন এক নতুন বাংলাদেশ। নিয়মিতই গড়ছে একের পর এক রেকর্ড। আগ্রাসী ক্রিকেট খেলে পাচ্ছে ধারাবাহিক সাফল্য। ওয়ানডের মতো টি-টোয়েন্টিতেও এখন আর বাংলাদেশকে খাটো করে দেখার সুযোগ নেই। দুর্দান্ত সব সিরিজ জয়ে নিজের সামর্থ্যের প্রমাণ দিচ্ছে সাকিব-লিটনরা।
প্রথম দুই টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডকে রীতিমতো উড়িয়ে দিয়েছে সাকিবে দল। একপেশে জয়ে ইতোমধ্যেই সিরিজ নিজেদের করেছে হাথুরুসিংহের শিষ্যরা। তাই শেষ ম্যাচে নির্ভার ক্রিকেট খেলাই মূল লক্ষ্য বাংলাদেশের। বাংলাদেশ নির্ভার থাকলেও স্বস্তি নেই আইরিশ শিবিরে। ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজ হাতছাড়া হওয়ায় সান্ত্বনার জয়ের খোঁজে পল স্টার্লিংয়ের দল।
সিরিজ নিশ্চিত হওয়ায় শেষ ম্যাচে বাংলাদেশ একাদশে বেশ কিছু পরিবর্তন দেখা যেতে পারে। প্রথম দুই টি-টোয়েন্টিতে দলে সুযোগ না পাওয়া ক্রিকেটারদের একাদশে দেখা যেতে পারে। অন্যদিকে আইরিশদের হারানোর কিছু নেই। তাই এই ম্যাচে তারাও নতুনদের সুযোগ দিতে পারে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ : সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, জাকের আলি, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম।
আয়ারল্যান্ডের সম্ভাব্য একাদশ : পল স্টার্লিং (অধিনায়ক), রস অ্যাডাইর, লোরকান টাকার, হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্পার, জর্জ ডকরেল, মার্ক অ্যাডাইর, গ্যারেথ ডিলানি, ক্রেইগ ইয়ং, গ্রাহাম হিউম, বেন হোয়াইট।