হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে পাহাড়সম লক্ষ্য দিল ভারত
তিন সেঞ্চুরিতে পাহাড়সম রান তুলেছে ভারত। ঈশান কিষাণের ডাবল সেঞ্চুরি এবং বিরাট কোহলির সেঞ্চুরিতে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ৪০৯ রান তুলেছে ভারত।
আজ শনিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। দলীয় ১৫ রানে প্রথম উইকেট হারিয়েছিল ভারত। এরপরেই ঘুরে দাঁড়ান বিরাট ও ঈশান। দুজনে গড়েন ১৯০ বলে ২৯০ রানের জুটি। তাতে ভর করে শেষ পর্যন্ত ৪০৯ রান তুলেছে লোকেশ রাহুলের দল।
বলে নেমে প্রথম ওভারে মাত্র ১ রান দিয়েছিলেন পেসার মুস্তাফিজুর রহমান। চতুর্থ ওভারে বল করতে এসে মিরাজ প্রথমেই ফাঁদে ফেলেছিলেন শিখর ধাওয়ানকে। আম্পায়ার আউট না দিলে, রিভিউ নিয়ে এলবিডব্লিউ কার্যকর করেছিল বাংলাদেশ। তবে, এরপরেই ঘুরে দাঁড়িয়েছে ভারত। কোহলি ও ওপেনিং ব্যাটার ঈশান মিলে গড়লেন রানের পাহাড়।
১৩১ বলে ২১০ রান করে এক ঈশানই ব্যবধান টেনে দিয়েছেন ইনিংসের। ২৪টি চার ও ১০ ছক্কায় তাঁর স্ট্রাইক রেট ছিল ১৬০ এর ওপরে। সঙ্গে বিরাট কোহলিও কম করেননি। ৯১ বলে ১১ বাউন্ডারি ও দুই ছক্কায় বিরাট করেন ১১৩ রান।
৩৫ দশমিক পাঁচ ওভারে দলীয় ৩০৫ রানে আউট হন ঈশান। ব্যক্তিগত ২১০ রান করে থেমেছেন তিনি। ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরিকেই ডাবলে রূপ দিয়েছেন ভারতীয় এ ব্যাটার। ইতিহাস গড়ে তাসকিনকে তুলে মেরেছিলেন তিনি। তাতে লং অনে লিটন দাসের হাতে ধরা পড়েন।
এরপরে উইকেট পেতে থাকে বাংলাদেশ। তবে, তার মধ্যেও রানের চাকা সচল রেখেছেন ভারতীয় ব্যাটসম্যানরা। শেষ পর্যন্ত যাত্রা থেমেছে ৪০৯ রানে। বাংলাদেশের পেসাররা এদিন তেমন সুবিধা করতে পারেননি। দুহাত খুলে রান দিয়েছেন এবাদত, তাসকিন, মুস্তাফিজরা। দলের পক্ষে সর্বোচ্চ দুটি করে উইকেট নিয়েছেন তাসকিন, এবাদত ও সাকিব।
এর আগে পরপর দুটি ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। আজ হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে বড় সংগ্রহ গড়েছে ভারত।