হোয়াইটওয়াশ এড়াতে পারবে তো বাংলাদেশ?
চলমান জিম্বাবুয়ে সফর যে এতটা দুঃস্বপ্নের মতো কাটবে সেটা হয়তো ভাবতেও পারেনি বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে এই সফরে প্রথমে টি-টোয়েন্টিতে ভরাডুবি হয়েছে, এরপর ওয়ানডে সিরিজও হারতে হয়েছে। দুই সিরিজ হেরে যাওয়ার পর বাংলাদেশের সামনে এবার হোয়াইটওয়াশের শঙ্কা। বাংলাদেশ পারবে তো জিম্বাবুয়ের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়াতে?
সেই উত্তর আগামীকাল বুধবার হারারের স্পোর্টস ক্লাব মাঠেই মিলবে। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আগামীকাল জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচ শুরু হবে যথারীতি বাংলাদেশ সময় দুপুর ১ টা ১৫ মিনিটে।
টেস্ট ও টি-টোয়েন্টিতে ভরাডুবি হলেও ওয়ানডেতে দারুণ ছন্দে ছুটছিল বাংলাদেশ। কিন্তু জিম্বাবুয়ে সিরিজে এবার ওয়ানডে ক্রিকেটেও ধস নামল। টানা দুই ওয়ানডেতে জিম্বাবুয়ের কাছে হারল বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে ৫ উইকেটের হারে সিরিজ হাতছাড়া করে বাংলাদেশ।
জিম্বাবুয়ের বিপক্ষে দীর্ঘ ৯ বছর পর সিরিজে হেরে যাওয়ার লজ্জা পেয়েছে বাংলাদেশ। সবশেষ ২০১৩ সালের মে মাসে বাংলাদেশকে ওয়ানডে সিরিজে হারিয়েছিল জিম্বাবুয়ে। এত বছর নিজেদের ফের বাংলাদেশকে হারানোর স্বাদ পেয়েছে জিম্বাবুয়ে।
এবার জিম্বাবুয়ের লক্ষ্য হলো বাংলাদেশকে হোয়াইটওয়াশ করা। ওয়ানডে ফরম্যাটের ইতিহাসে এর আগে দু’বার জিম্বাবুয়ের কাছে হোয়াইটওয়াশ হয়েছিলো বাংলাদেশ। ২০০১ সালে প্রথম দুটি দ্বিপাক্ষীয় সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিলো লাল-সবুজের দল। এরপর পূর্ণ শক্তির জিম্বাবুয়ে আর কখনও বাংলাদেশকে হোয়াইটওয়াশ করতে পারেনি। এবার সেই সুযোগ তাদের সামনে।
চলমান সিরিজের আগে ১৮টি দ্বিপাক্ষীয় ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। এর মধ্যে ১২টিতে জিতেছিল বাংলাদেশ আর জিম্বাবুয়ে জিতেছিল সাতটিতে। এবার সেই সংখ্যাটাকে ৭’এ উন্নীত করেছে জিম্বাবুয়ে। এবার বাংলাদেশকে হোয়াইটওয়াশের সংখ্যাটাকেও বাড়িয়ে নিতে চান সিকান্দার রাজারা।
বাংলাদেশ দল : তামিম ইকবাল (অধিনায়ক), এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোহাম্মদ নাইম, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, মোসাদ্দেক হোসেন সৈকত ও তাইজুল ইসলাম।
জিম্বাবুয়ের দল : রেজিস চাকাভা (অধিনায়ক), তানাকা চিভাঙ্গা, লুক জংওয়ে, ইনোসেন্ট কাইয়া, ওয়েসলে মাধভের, তাদিওয়ানশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, টনি মুনিয়োঙ্গা, রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়ুচি, সিকান্দার রাজা, মিল্টন শুম্বা ও শন উইলিয়ামস।