হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে ব্যাটিংয়ে বাংলাদেশ
টানা দুই ম্যাচ হেরে দেয়ালে পিঠ ঠেকেছে বাংলাদেশের। হাতছাড়া হয়েছে সিরিজও। তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে বাংলাদেশ দলকে চোখ রাঙাচ্ছে হোয়াইটওয়াশ। এই হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোর লক্ষ্যে আজ সোমবার (৬ মার্চ) ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে তামিম ইকবালের দল।
চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডেতেও টসে জিতেছেন বাংলাদেশ অধিনায়ক তামিম। টসে জিতে আগে ব্যাটিং বেছে নিয়েছেন স্বাগতিক অধিনায়ক।
ঘরের মাঠে বাংলাদেশ ভয়ংকর দল। ৫০ ওভারের ক্রিকেটের পরিসংখ্যান অন্তত সেটাই বলে। দীর্ঘ ৯ বছর ধরে এই ফরম্যাটে ঘরের মাঠে কোনো সিরিজে হোয়াইটওয়াশ হয়নি বাংলাদেশ। কিন্তু সেই পরিসংখ্যান এবার বদলে দিতে চাচ্ছে ইংল্যান্ড।
তিন ম্যাচ সিরিজের প্রথম দুটিতে জিতে ২-০ ব্যবধানে এগিয়ে ইংল্যান্ড। এবার তৃতীয় ওয়ানডে জিতলেই বাংলাদেশকে হোয়াইটওয়াশ করার স্বাদ নিতে পারবে জস বাটলারের দল।
ইংল্যান্ডের বিপক্ষেই চলতি বছরের প্রথম আন্তর্জাতিক সিরিজ খেলছে বাংলাদেশ। ‘হোম অব ক্রিকেট’ গ্রাউন্ডে অন্যদের ওপর দাপট দেখাতে পারলেও ইংল্যান্ডের কাছে পাত্তাই পেল না বাংলাদেশ। এক ম্যাচে ডেভিড মালান তো অন্য ম্যাচে জস বাটলার। দুজন মিলে দুই সেঞ্চুরিতে হতাশায় ডোবালেন বাংলাদেশকে।
এই ইংল্যান্ডের বিপক্ষেই ৬ বছর আগে সিরিজে হেরেছিল বাংলাদেশ। হোয়াইটওয়াশ হয়েছিল তারও আগে। দেশের মাটিতে সবশেষ ২০১৪ সালের ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের সবকটি ওয়ানডে হেরেছিল বাংলাদেশ। এরপর এবারেরটাসহ ১৬ সিরিজের তিনটিতে হারলেও কোনোবার হোয়াইটওয়াশড হয়নি লাল-সবুজের দল। এবার সেই শঙ্কাই উঁকি দিচ্ছে। আজ ইংল্যান্ডের কাছে হারলে ৯ বছর পর এই লজ্জায় ডুবতে হবে বাংলাদেশকে।