হ্যাটট্রিক শিরোপা জিতল বায়ার্ন
জার্মান সুপার কাপের শিরোপা বায়ার্ন মিউনিখের ঘরেই গেল। আট গোলের রোমাঞ্চকর ম্যাচে ৫-৩ গোলে লাইপজিগকে হারিয়েছে জার্মান জায়ান্টরা।
বায়ার্নের জার্সিতে অভিষেক ম্যাচে গোল করেছেন সাদিও মানে। বায়ার্নের হয়ে বাকি গোল গুলো করেন জামাল মুসিয়ালা, বাঁজামাঁ পাভার্দ, সের্গে জিনাব্রি ও লেরয় সানে।
সুপার কাপে বায়ার্নের এটি টানা তৃতীয় শিরোপা। এই শিরোপা জিতেই মৌসুম শুরু করে তারা।
১৪ মিনিটে বায়ার্নকে এগিয়ে নেন মুসিয়ালা। ৩১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সাদিও মানে। আর বিরতির আগে ব্যবধান ৩-০ করেন পাভার্দ।
৫৯ মিনিটে লাইপজিগের হয়ে প্রথম গোল করেন মার্সেল হালস্টেনবার্গ। ঠিক পাঁচ মিনিট পর জিনাব্রি বায়ার্সের পক্ষে চতুর্থ গোল করেন।
৭৭ মিনিটে পেনাল্টি থেকে লাইপজিগের হয়ে দ্বিতীয় গোল করেন ক্রিস্তোফা এনকুনকু। ৮৯ মিনিটে লাইপজিগের হয়ে দানি ওলমো তৃতীয় গোল করে ম্যাচ জমিয়ে তোলেন। যদিও শেষ পর্যন্ত পারেননি।
ইনজুরি সময়ে লেরয় সানে বায়র্নের পক্ষে পঞ্চম গোল করে নাটকীয় ম্যাচে বড় জয় নিশ্চিত করেন।