১৫৫ রানের লিড নিয়ে থামল বাংলাদেশ
দিনের প্রথম সেশনটা যেভাবে শুরু হয়েছিল তাতে মনে হচ্ছিলো পাহাড়সম লিড নিতে পারবে বাংলাদেশ। কিন্তু সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের বিদায়ের পর মিলিয়ে যায় সে আশা। তবুও একেবারে হতাশ করেনি স্বাগতিকরা। ব্যাটারদের দৃঢ়তায় ১৫৫ রানের লিড নিয়ে থেমেছে বাংলাদেশ।
আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম ইনিংসে ব্যাট করে ৮০.৩ ওভারে স্কোরবোর্ডে ৩৬৯ রান তুলেছে বাংলাদেশ। স্বাগতিকদের থেকে ১৫৫ রান পিছিয়ে থেকে এবার দ্বিতীয় ইনিংস শুরু করেছে আইরিশরা।
আজ বুধবার (৫ এপ্রিল) দিনের প্রথম সেশনে এক উইকেট হারিয়ে ১৩৬ রান তোলে বাংলাদেশ। দ্বিতীয় সেশনের শুরুতে এসে পায় লিডের দেখা। লাঞ্চ বিরতির পর এই সেশনে বাংলাদেশ দুই উইকেট হারিয়ে স্কোরবোর্ডে যোগ করে ১৪৬ রান। আর সেশন মিলিয়ে মোট রান দাঁড়ায় ৩৬৯। শেষ সেশনে ১৬.৩ ওভার খেলতে পারে বাংলাদেশ। এই সময়ে শেষ পাঁচ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৫৩ রান যোগ করে সাকিব আল হাসানের দল।
সেঞ্চুরিতে দলের পক্ষে সর্বোচ্চ ১২৬ রানের ইনিংস উপহার দিয়েছেন মুশফিকুর রহিম। ১৬৬ বলে তাঁর ইনিংস সাজানো ছিল ১৫টি বাউন্ডারি ও এক ছক্কা দিয়ে। বাংলাদেশের রানের চাপ সামলে ৮৭ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন সাকিব। ৯৪ বলে তাঁর ইনিংস সাজানো ছিল ১৪টি বাউন্ডারি দিয়ে। এরপর দ্বিতীয় সেশনে কিছুক্ষণ উইকেটে লড়াই করে ফেরা লিটন করেন ৪১ বলে ৪৩ রান। যা সাজানো ছিল ৮টি বাউন্ডারি দিয়ে। শেষ দিকে ৮০ বলে ৫৫ রান করেন মেহেদী হাসান মিরাজ।
এর আগে গতকাল মঙ্গলবার (৪ এপ্রিল) টেস্টের প্রথম দিনের একদম শেষ বেলায় তামিম ইকবাল আউট না হলে পুরো দিনটা নিজেদের করে নিতে পারত বাংলাদেশ। প্রথম দিনের শেষের মতো দ্বিতীয় দিনের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে সাকিব-মুশফিক মিলে বাংলাদেশকে স্বস্তি এনে দিয়েছেন।
মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে ১৮০ রানে পিছিয়ে থেকে আজ দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। দিনের শুরুটা চার মেরে করলেও নড়বড়ে ব্যাটিংয়ে মমিনুলের আউট হওয়ার শঙ্কা জেগেছিল। হয়েছেও তাই, দলীয় ৪০ রানে মার্ক অ্যাডাইরের বলে বোল্ড আউট হন মমিনুল। ৩৪ বল খেলে ১৭ রানের বেশি করতে পারেননি এই বাঁহাতি ব্যাটার।
মমিনুলের বিদায়ে কিছুটা চাপে পড়লেও সাকিব-মুশফিকের দৃঢ়তায় খুব ভালোভাবেই সামাল দেওয়া গেছে সেই চাপ। এর মধ্যে ৪৫ বলে সাকিব পূরণ করেন টেস্ট ক্যারিয়ারের ৩৫তম ফিফটি। সাকিবের পর ফিফটি পূরণ করেন আরেক ব্যাটার মুশফিকুর রহিম। ৭২ বল থেকে তুলে নেন ক্যারিয়ারের ২৬তম ফিফটি।
এর আগে গতকাল মিরপুরে আগে ব্যাট করে ২১৪ রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ড। শেষ বিকেলে খেলতে নেম ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ৩৪ রান তোলে বাংলাদেশ। দিনের শেষে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারে হারায় নাজমুল হোসেন শান্তকে আর শেষ বলে হারায় ওপেনার তামিম ইকবালকে।