১৬ বছর পর শেষ আটে নেই মেসি-রোনালদো
দীর্ঘ সময় ধরে ফুটবলে রাজত্ব করছেন সময়ের অন্যতম সেরা দুই ফুটবলার লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। ইউরোপের শীর্ষ আসরগুলো মানেই এই দুজনের আধিপত্য। কিন্তু ক্রমেই সেই আধিপত্য যেন শেষ হচ্ছে। এবার তো মেসি-রোনালদোকে ছাড়াই হতে যাচ্ছে ইউরোপসেরা প্রতিযোগিতা চ্যাম্পিয়নস লিগের শেষ আটের লড়াই। দীর্ঘ ১৬ বছর পর দুই তারকাবিহীন চ্যাম্পিয়নস লিগের শেষ আটের লড়াই দেখবে ফুটবল ভক্তরা।
একদিন আগে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো থেকে বিদায় নিয়েছেন রোনালদো। পোর্তোর কাছে হেরে শেষ হয়েছে জুভেন্টাসের এবারের মৌসুম। রোনালদোর পর এবার শেষ ষোলো থেকে বিদায় নিয়েছেন মেসিও। গতকাল বুধবার পিএসজির কাছে হেরেছে তাঁর দল বার্সেলোনা। সবশেষ ২০০৪-০৫ মৌসুমে এমন ঘটনা ঘটেছিল। সেবারও কোয়ার্টারফাইনালে ছিলেন না মেসি-রোনালদো। এতদিন পর ফের এমন মৌসুম দেখতে যাচ্ছে ফুটবলপ্রেমীরা।
এবারের নকআউট পর্বে পিএসজির কাছে প্রথম লেগে বড় ব্যবধানে হেরে শেষ আট থেকে আগেই অনেকটা পিছিয়েছিল বার্সেলোনা। ফিরতি লেগে মেসিকে ঘিরে প্রত্যাবর্তনের স্বপ্ন দেখেছিল ক্লাবটি। কিন্তু সেটা আর হয়নি। একাধিক সুযোগ নষ্টের ভিড়ে ড্র নিয়ে শেষ হলো ফিরতি লেগ। ফলে বার্সাকে বিদায় করে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল প্যারিসের ক্লাব পিএসজি।
বার্সার ঘরের মাঠে প্রথম লেগে ৪-১ ব্যবধানে জিতেছিল প্যারিসের ক্লাবটি। এবার নিজেদের মাঠে ১-১ গোলে ড্র। মোট দুই লেগ মিলিয়ে ৫-২ ব্যবধানে এগিয়ে থেকে শেষ আটের টিকেট পেল ফরাসিরা।
এ নিয়ে টানা দ্বিতীয় মৌসুম চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের আগেই বিদায় নিয়েছে বার্সা। ২০০৬-০৭ মৌসুমের পর এই প্রথম কোয়ার্টার ফাইনালে যেতে পারেনি দলটি।