২০০ টাকায় মিলবে বাংলাদেশ-ভারত সিরিজের টিকেট
কাতারে চলছে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা। এরই মধ্যে ক্রিকেটের হাওয়া এসে দোলা দিচ্ছে খেলা পাগল বাঙালিদের মনে। আগামী ৪ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত সিরিজের তিন ওয়ানডে ও দুই টেস্ট ম্যাচ। সিরিজের প্রথম ওয়ানডের টিকেট পাওয়া যাবে ৩ ডিসেম্বর থেকে।
আগামী ৪ ও ৭ ডিসেম্বর মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে দুটি ওয়ানডে অনুষ্ঠিত হবে। সে লক্ষ্যে ৩ ডিসেম্বর থেকে ছাড়া হবে টিকেট। সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টিকেট পাওয়া যাবে। খেলার দিন এবং তার আগের দিনে মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে মিলবে এসকল টিকেট।
মোট পাঁচটি ক্যাটাগরিতে পাওয়া যাবে এবারের ওয়ানডে টিকেট। সর্বনিম্ন ইস্টার্ন স্ট্যান্ডের (পূর্বদিকের গ্যালারি) টিকেট মূল্য ধরা হয়েছে ২০০ টাকা করে। এ ছাড়া উত্তর/দক্ষিণ গ্যালারির জন্য ৩০০ টাকা, ক্লাব হাউজে ৫০০ টাকা, ভিআইপি গ্যালারিতে ১ হাজার টাকা এবং গ্রান্ড স্ট্যান্ডের টিকেট মূল্য ১ হাজার ৫০০ টাকা।
৪ ও ৭ ডিসেম্বরে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে দুটি ওয়ানডের পরে ১০ ডিসেম্বর চট্টগ্রামে হবে তৃতীয় ওয়ানডে। এরপর প্রথম টেস্ট মাঠে গড়াবে ১৪ ডিসেম্বর, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। দ্বিতীয় ও শেষ টেস্ট শুর হবে ২২ ডিসেম্বর থেকে, ভেন্যু মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম।