২০১৯ বিশ্বকাপে ভারতের দল নির্বাচনে রবি শাস্ত্রীকে পাত্তা দেওয়া হয়নি
কিছুদিন আগে ভারতের জাতীয় ক্রিকেট দলের সঙ্গে সব সম্পর্ক চুকিয়ে ফেলেছেন রবি শাস্ত্রী। তাঁর সঙ্গে চুক্তি না বাড়িয়ে নতুন কোচ হিসেবে রাহুল দ্রাবিড়কে বেছে নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিসিআই। নতুন কোচের অধীনে এরই মধ্যে দুটি সিরিজ খেলে ফেলেছে ভারত। বদল এসেছে রঙিন পোশাকের ক্রিকেটে নেতৃত্বেও। তবুও বেশ আলোচনায় আছেন শাস্ত্রী।
সম্প্রতি টাইমস অব ইন্ডিয়াতে বিস্ফোরক সাক্ষাৎকার দিয়ে আলোচনার জন্ম দিয়েছেন শাস্ত্রী। তিনি জানিয়েছেন, ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে তাঁর মতামতকে পাত্তা না দিয়েই দল বাছাই হয়েছিল।
২০১৯ সালের বিশ্বকাপে সেমিফাইনাল থেকে বাদ পড়ে ভারত। এতদিন পর ওই বিশ্বকাপ নিয়ে শাস্ত্রী বলেন, ‘তখন দল নির্বাচনে আমার কোনো মতামত নেওয়া হয়নি। বিশ্বকাপের জন্য তিন জন উইকেটকিপার নেওয়া আমি মানতে পারিনি। ধোনি, পন্থ, কার্তিক—তিনজনকেই একসঙ্গে দলে নেওয়ার যুক্তিটা কী? এর বদলে আম্বাতি বা শ্রেয়াসের কাউকে নেওয়া যেত।’
শাস্ত্রী আরও বলেন, ‘ওই সময় আমার সঙ্গে সাধারণ আলোচনা হতো, সেটা ছাড়া আমি কখনও নির্বাচকদের কাজে নাক গলাইনি। আমি গণহারে অনেকের দিকে আঙুল তুলছি না, নির্দিষ্ট কয়েকজনের কথা বলছি। এটা বলতেই হবে—আমি যাতে (ভারতের কোচের) চাকরিটা না পাই, সেটা নিশ্চিত করতে অনেক চেষ্টা করেছিলেন অনেকে। অবশ্য জীবন তো এমনই।’