২০২৭ পর্যন্ত ম্যানসিটিতে দিয়াস
ম্যানচেস্টার সিটিতে অভিষেক মৌসুমেই দারুণ করেছেন রুবেন দিয়াস। ভালো করার সুবাদে ক্লাবের পক্ষ থেকে সুখবর পেয়েছেন দিয়াস। পর্তুগিজ এই ডিফেন্ডারের সঙ্গে চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়িয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি।
গতকাল সোমবার এক বিবৃতিতে দিয়াসের সঙ্গে চুক্তি বাড়ানোর খবরটি জানায় ম্যানসিটি। ক্লাবটির পক্ষ থেকে জানানো হয়, ২০২৭ সাল পর্যন্ত দিয়াসের সঙ্গে চুক্তি করা হয়েছে।
গেল বছর বেনফিকা থেকে ছয় বছরের চুক্তিতে ম্যানসিটিতে পাড়ি জমান দিয়াস। প্রথম মৌসুমেই দলের হয়ে দারুণ করেন তিনি। দুর্দান্ত পারফরম্যান্সে দিয়াস জেতেন প্রিমিয়ার লিগের মৌসুম সেরা খেলোয়াড়ের পুরস্কার। একই সঙ্গে ইংলিশ ফুটবলের বর্ষসেরা খেলোয়াড়ও হন তিনি। তাই তাঁর সঙ্গে চুক্তি আরো বাড়িয়ে নিয়েছে সিটি। চুক্তি পাকা করেছে ২০২৭ সাল পর্যন্ত।