৩০৪ রানে পিছিয়ে তৃতীয় দিন শুরু করছে বাংলাদেশ
দুই ম্যাচের টেস্ট সিরিজের শেষ টেস্টের তৃতীয় দিন আজ শনিবার। দ্বিতীয় দিনের খেলা শেষে সফররত ওয়েস্ট ইন্ডিজের চেয়ে প্রথম ইনিংসে ৩০৪ রানে পিছিয়ে রয়েছে টাইগারেরা।
ওয়েস্ট ইন্ডিজ গতকাল শুক্রবার তাদের প্রথম ইনিংসে ৪০৯ রানে অলআউট হয়। এরপর নিজেদের প্রথম ইনিংসে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দলীয় ৭১ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকেরা।
শুরুতেই বাংলাদেশ শিবিরে বড় ধাক্কা দেন পেসার শ্যানন গ্যাব্রিয়েল। তাঁর জোড়া শিকার সৌম্য ও শান্ত। ওপেনিংয়ে সুযোগ পেয়ে ব্যর্থ হলেন সৌম্য সরকার। রানের খাতাই খুলতে পারেননি তিনি। ওয়ানডাউনে নামা নাজমুল হোসেন শান্তও আবার ব্যর্থ। চার রান করে বিদায় নেন তিনি। দলীয় ১১ রানের মাথাতেই দুই উইকেট নেই বাংলাদেশের!
এরপর ওপেনার তামিম ইকবাল ও অধিনায়ক মুমিনুল হক বাংলাদেশকে টেনে তোলার চেষ্টা করেন। কিন্তু রাহকিম কর্নওয়াল অধিনায়ক মুমিনুলকে ফিরিয়ে দিয়ে ভাঙেন ৫৮ রানের জুটি। আউটের আগে ৩৯ বলে ২১ রান করেন মুমিনুল।
মুমিনুল আউটের পাঁচ বল পরই বিদায় নেন তামিমও। আউট হওয়া আগে ছয়টি চার ও একটি ছক্কায় ৫২ বলে খেলেন ৪৪ রানের ইনিংস।
এরপর দিনের বাকি অংশ কাটিয়ে দেন মুশফিকুর রহিম ও মোহাম্মদ মিথুন। দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ১০৫ রান।
মুশফিক ৬১ বলে ২৭ এবং মিথুনও সমান সংখ্যক বলে ৬ রানে অপরাজিত রয়েছেন।
ক্যারিবীয়দের পক্ষে গ্যাব্রিয়েল ৩১ রানে দুই, কর্নওয়াল ও জোসেফ একটি করে উইকেট শিকার করেন।
এদিকে ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে সর্বাধিক ৯২ রান আসে জশুয়া দা সিলভার ব্যাট থেকে। এ ছাড়া এনক্রুমা বোনার ৯০ এবং আলজারি জোসেফ ৮২ রানের ইনিংস খেলেন।
বাংলাদেশের পক্ষে আবু জায়েদ রাহী ও তাইজুল ইসলাম চারটি করে এবং মেহেদী মিরাজ ও সৌম্য সরকার একটি করে উইকেট লাভ করেন।
এর আগে গত বৃহস্পতিবার ৫ উইকেটে ২২৩ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করে সফরকারীরা। শুক্রবার দ্বিতীয় দিনের প্রথম সেশনে মাত্র এক উইকেট হারিয়ে আরো ১০২ রান যোগ করে ওয়েস্ট ইন্ডিজ। ২৬৬ রানে ৬ উইকেট হারানো ওয়েস্ট ইন্ডিজ তাদের শেষ চার উইকেট হারায় মাত্র ২৫ রানের ব্যবধানে। দ্বিতীয় সেশনেই সফরকারীদের উইকেটে ধস নামে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে সিরিজ হার ঠেকাতে ঢাকায় জয়ের কোনো বিকল্প নেই বাংলাদেশের। এর আগে চট্টগ্রাম টেস্টে পুরো চারদিন রাজত্ব করা টাইগারদের শেষ পর্যন্ত ৩ উইকেটের ব্যবধানে পরাজয় মেনে নিতে হয়।
এর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সফরকারীদের হোয়াইটওয়াশ করে বাংলাদেশ।