৩ পরিবর্তন নিয়ে সিরিজ বাঁচানোর লড়াইয়ে বাংলাদেশ
সিরিজের প্রথম ওয়ানডেতে পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশকে। সেই সঙ্গে যোগ হয়েছে দলের মূল পারফর্মার লিটন দাসকে হারানোর হতাশা। পেশীর চোটে অন্তত ৩ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে ডানহাতি এই ব্যাটারকে।
ফলে জিম্বাবুয়ের বিপক্ষে আজ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ একাদশে পরিবর্তন আসাটা স্বাভাবিকই ছিল। সিরিজ বাঁচানোর ম্যাচে তিন পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে লাল-সবুজের দল।
এই ম্যাচের একাদশে ঢুকেছেন নাজমুল হোসেন শান্ত, হাসান মাহমুদ ও তাইজুল ইসলাম। লিটনের জায়গায় দলে এসেছেন শান্ত। আর বোলিংয়ে মুস্তাফিজকে বিশ্রাম দিয়ে সুযোগ দেওয়া হয়েছে তরুণ পেসার হাসান মাহমুদকে। আর মোসাদ্দেক হোসেন সৈকতের বদলে একাদশে এসেছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম।
অন্যদিকে জিম্বাবুয়ে এই ম্যাচে তাদের একাদশে ৫ পরিবর্তন এনেছে। আজ ওয়ানডে অভিষেক হয়েছে ব্র্যাডলি এভান্স ও টনি মুনিয়োঙ্গার। ফিরেছেন টাডিওনাশে মারুমানি, টাকুডজোয়ানাশে কাইটানো ও টানাকা চিভাঙ্গা।
বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল (অধিনায়ক), এনামুল হক, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ।
জিম্বাবুয়ে একাদশ
রেজিস চাকাভা (অধিনায়ক), টানাকা চিভাঙ্গা, ব্র্যাডলি এভান্স, লুক জঙ্গুয়ে, ইনোসেন্ট কাইয়া, তাকুদজোয়ানাশে কাইয়াতানো, ওয়েসলি মাধেভেরে, তাদিওয়ানাশে মারুমানি, টনি মুনিয়োঙ্গা, রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়াউচি, সিকান্দার রাজা।