৩ বছর ১০ মাস পর যে উচ্ছ্বাসে ভাসলেন সাকিব
২০১৮ সালের জুলাই মাস। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্টে এক ইনিংসে পাঁচ উইকেটের স্বাদ পেয়েছিলেন সাকিব আল হাসান। মাঝে কেটে গেল ৩ বছর ১০ মাস। এতদিন পর টেস্ট ক্রিকেটে আবার পাঁচ উইকেট পাওয়ার উচ্ছ্বাসে ভাসলেন বিশ্বসেরা অলরাউন্ডার।
আজ বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টের প্রথম ইনিংসে পাঁচ উকেটের দেখা পেলেন সাকিব। গতকাল বুধবার টেস্টের তৃতীয় দিন সাকিব নিয়েছিলেন দুটি উইকেট, আজ নিলেন তিনটি উইকেট। মোট পাঁচ ব্যাটারকে আউট করে টেস্ট ক্রিকেটে ১৯তম বার এক ইনিংসে পাঁচ উইকেট পাওয়ার স্বাদ পেলেন সাকিব। পাঁচ উইকেট নিতে সাকিব খরচ করেছেন ৯৬ রান।
ঘরের মাঠে সাকিবের পাঁচ উইকেট পাওয়ার ঘটনা আরো পুরোনো। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ২০১৭ সালের আগস্টে শেষ ৫ উইকেটের পেয়েছিলেন সাকিব। সেটা ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে। ওই ম্যাচের দুই ইনিংসেই অসিদের বিপক্ষে পাঁচ উইকেটের দেখা পেয়েছিলেন সাকিব।
এতদিন পর পাঁচ উইকেট পাওয়া সাকিব একে একে ফিরিয়েছেন দিমুথ করুনারত্নে, কুশল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, নিরোসান ডিকভেলা ও প্রভিন জয়াবিক্রমাকে।
সাকিবের পাঁচ উইকেট পাওয়ার দিনে প্রথম ইনিংসে ৫০৬ রানে থেমেছে শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে মোট ১৪১ রানের লিড নিয়ে থামল দিমুথ করুনারত্নের দল।
এর আগে টেস্টের দ্বিতীয় দিন মুশফিকুর রহিমের লড়াইয়ের পর প্রথম ইনিংসে ৩৬৫ রানে থেমেছে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ রান করা মুশফিক খেলেছেন ১৭৫ রানের ইনিংস। এ ছাড়া লিটন খেলেছেন ১৪১ রানের ইনিংস।