৫ উইকেট হারিয়ে চাপে জিম্বাবুয়ে
দলীয় ৩৫ রানের মধ্যেই জিম্বাবুয়ের ৫ উইকেট তুলে নিলেন বাংলাদেশি পেসার তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান। ১৫১ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ৪ উইকেট হারিয়ে চাপে পড়েছে জিম্বাবুয়ে।
প্রথমেই উইকেট নিয়ে দলের জন্য শুভ সূচনা করে দেন পেসার তাসকিন আহমেদ। দলীয় ৪ রানে ওয়েসলি মাধেভেরেকে ৪(৩) ফেরান তাসকিন। দ্বিতীয় ওভারে বল করতে এসে হাসান মাহমুদ দেন ৭ রান। পরের ওভারে তাসকিন এসে আবারও উইকেট তুলে নেন। এবার দলীয় ১৭ রানে জিম্বাবুয়েন অধিনায়ক ক্রেইগ আরভিনকে ৮(৭) ফেরান তিনি।
৬ নম্বর ওভারে বলে আসেন আরেক পেসার মোস্তাফিজুর রহমান। মাত্র ১ রান দিয়ে তুলে নেন ২ উইকেট। এর মধ্যে রয়েছে জিম্বাবুয়ের অন্যতম ভরসা সিকান্দার রাজার ০(৩) উইকেট। এর আগে ৫.২ ওভারে মোস্তাফিজ মিল্টন শাম্বার ৮(১৫) উইকেট তুলে নেন।
জিম্বাবুয়ের পক্ষে এখন ব্যাট করছেন শন উইলিয়ামস এবং রেজিস চাকাভা। জয়ের জন্য জিম্বাবুয়ের দরকার ৭২ বলে ১০৫ রান। হাতে রয়েছে ৬ উইকেট।
ব্রিসবেনের গ্যাবায় টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ রোববার নিজেদের গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন দলীয় অধিনায়ক সাকিব আল হাসান।