৭৪ বছর পর প্রিমিয়ার লিগে ফিরে আর্সেনালকে হারাল ব্রেন্টফোর্ড
৭৪ বছর পর ইংলিশ প্রিমিয়ার লিগে ফিরেই চমকে দিল ব্রেন্টফোর্ড। হারিয়ে দিল প্রিমিয়ার লিগের অন্যতম দল আর্সেনালকে। নতুন দলের কাছে হেরে ২০২১-২০২২ মৌসুম শুরু করল আর্সেনাল।
নতুন মৌসুমের প্রথম ম্যাচে গতকাল শুক্রবার মুখোমুখি হয় আর্সেনাল ও ব্রেন্টফোর্ড। শুরুর ম্যাচে ব্রেন্টফোর্ডের কাছে ২-০ গোলে হেরেছে আর্সেনাল। দলের হয়ে গোল করেছেন সার্জিও কানোস ও ক্রিশ্চিয়ান নোয়াকো।
এত বছর পর প্রিমিয়ার লিগে ফেরাটা নিজেদের মতো করেই রাঙাল ব্রেন্টফোর্ড। ঘরের মাঠে এদিন দর্শকদেরও পেয়েছিল ব্রেন্টফোর্ড। ভরামাঠে জয় দিয়ে দারুণ মৌসুম শুরু করল স্বাগতিকেরা।
ব্রেন্টফোর্ড কমিউনিটি স্টেডিয়ামে ম্যাচের ২২ মিনিটেই উৎসবের উপলক্ষ্য পেয়ে যায় স্বাগতিক দর্শকরা। কর্নার বাঁচানোর চেষ্টায় ঠিকমতো বল ক্লিয়ার করতে পারেনি আর্সেনাল। ভেতরে ঢুকে তিন অতিথি খেলোয়াড়কে ফাঁকি দিয়ে জাল খুঁজে নেন সার্জিও কানোস।
এরপর ৭৩ মিনিটে আরেক দফায় আর্সেনালের জালে বল পাঠিয়ে জয় নিশ্চিত করে ব্রেন্টফোর্ড। এই গোলেও লম্বা থ্রো ইন ডি-বক্সে হেড করে বল ক্লিয়ার করার চেষ্টা করেন চেম্বার্স। পারেননি মাথা ছোঁয়াতে। ছুটে গিয়ে গোল করে দেন নোয়াকো। ফলে জয় নিশ্চিত হয় ব্রেন্টফোর্ডের।
অথচ পুরো ম্যাচে বল দখল ও আক্রমণে এগিয়ে ছিল আর্সেনাল। ম্যাচের ৬৬ ভাগ সময় বল দখলে রেখেছিল আর্সেনাল। এই সময়ে আক্রমণ করেছে ২২ বার। যার মধ্যে চারটিই ছিল অনটার্গেট শট। কিন্তু একটিতেও সাফল্য পায়নি আর্সেনাল। অন্যদিকে, ৩৪ ভাগ সময় বল দখলে রেখে আট বার শট নিয়েই দুটি গোল পেয়ে যায় ব্রেন্টফোর্ড। স্বাগতিকদের জয়ে হতাশা নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল।