৭ বছর পর ঘরের মাঠে সিরিজ হারল বাংলাদেশ
ঘরের মাঠে সিরিজ মানেই যেন বাংলাদেশের আধিপত্য। অন্তত ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ হারের পর থেকে চিত্রটা এমনই। গত কয়েক বছরে দেশের মাঠে ওয়ানডে ফরম্যাটে সাকিব-তামিমদের দাপটের সামনে টিকতে পারেনি ভারতে মতো শক্তিশালী প্রতিপক্ষও।
এবার সুযোগ ছিল ২০১৬ সালে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ হারের প্রতিশোধ নেওয়ার। তবে সেই আশা পূরণ হলোনা সাকিব-তামিমদের। ৭ বছর পর আবারও সেই ইংলিশদের কাছে সিরিজ হারের লজ্জা পেত হলো তামিমের দলকে।
২০১৬ সালে ইংল্যান্ডের কাছে ২-১ ব্যবধানে হারের তিক্ত স্বাদ পেয়েছিল বাংলাদেশ।
তবে এরপরই যেন বদলে যায় দৃশ্যপট। ঘরের মাঠে গত ৭ বছরে খেলা প্রত্যেকটি সিরিজেই জিতেছে বাংলাদেশ। ২০১৮ সালে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে জয় বাংলাদেশের। একই বছর বাংলাদেশে খেলতে আসে ওয়েস্ট ইন্ডিজ। যেখানে তিন ম্যাচের সিরিজে বাংলাদেশের জয় ২-১ ব্যবধানে। ২০১৯ সালেও জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে ৩-০ ব্যবধানে জয় স্বাগতিক বাংলাদেশের। এর পরের বছরই সফরকারী ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ ব্যবধানে হোয়াইট ওয়াশের লজ্জা দেয় স্বাগতিক বাংলাদেশ।
২০২১ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজে বাংলাদেশের জয় ২-১ ব্যবধানে। একই বছর আফগানিস্তানের বিপক্ষেও সিরিজ জয়ের স্বাদ নেয় স্বাগতিক বাংলাদেশ। জয় ২-১ ব্যবধানে।
সবশেষ ২০১৫ সালের পর ফের একবার ভারতকে সিরিজ হারের লজ্জা দেয় বাংলাদেশ। এবার জয় ২-১ ব্যবধানে।