৮ উইকেট নিয়ে সাজিদের রেকর্ড
এ যেন অনেকটা নিজের ফাঁদে নিজেই পড়ার মতো! মিরপুর শেরেবাংলার উইকেট বেশির ভাগ সময়ই স্পিন ট্র্যাকের হয়ে থাকে। সে স্পিন ট্র্যাকে এবার বাংলাদেশের স্পিনারেরা ব্যর্থ হলেও সফল পাকিস্তান। যে উইকেটে বাংলাদেশের স্পিনারদের নখদন্তহীন বোলিং, সেখানেই পাকিস্তানি স্পিনার সাজিদ খানের ভয়ংকর থাবা। বাংলাদেশের ব্যাটিংলাইনআপ গুঁড়িয়ে দিয়ে এক ইনিংসে আট উইকেটে তুলে নিয়েছেন পাকিস্তানের এ অফ স্পিনার।
ক্যারিয়ারের প্রথম তিন টেস্টে ছয় উইকেট নেওয়া সাজিদ বাংলাদেশের বিপক্ষে এক ইনিংসেই নিয়েছেন আট উইকেট। এটি তাঁর ক্যারিয়ারসেরা বোলিং তো বটেই, পাকিস্তানের টেস্ট ইতিহাসেরও চতুর্থ সেরা বোলিং ফিগার।
বাংলাদেশের বিপক্ষে ঢাকা টেস্টের প্রথম ইনিংসে আট উইকেট নিতে মাত্র ৪২ রান দিয়েছেন সাজিদ। এটি পাকিস্তানের অফ স্পিনারদের মধ্যেও সেরা বোলিং ফিগার।
পাকিস্তানের হয়ে সেরা বোলিং ফিগার সাবেক তারকা আবদুল কাদিরের। ৫৬ রান দিনে কাদিরের শিকার এক ইনিংসে ৯ উইকেট। দ্বিতীয় সেরা বোলিং ফিগার সরফরাজ নওয়াজের। ৮৬ রানে এক ইনিংসে ৮ উইকেট নিয়েছেন তিনি। এরপর তিনে থাকা ইয়াসির শাহ ৪১ রান দিয়ে নিয়েছেন ৮ উইকেট। এবার ৪২ রান দিয়ে আট উইকেট নিয়ে তাঁদের পাশে বসলেন সাজিদ।
আর, পাকিস্তানের অফ স্পিনে আগের সেরা বোলিং ছিল বর্তমান প্রধান কোচ সাকলায়েন মুশতাকের। তিনি এক ইনিংসে ১৬৪ রানে নিয়েছিলেন ৮ উইকেট। সাজিদ সে আট উইকেট নিয়েছেন মাত্র ৪২ রান দিয়ে।
এ ছাড়া বাংলাদেশের বিপক্ষেও এটি টেস্টে সব দল মিলিয়ে সেরা বোলিং ফিগার। আগের সেরা ছিল ২০০৬ সালে ফতুল্লায় স্টুয়ার্ট ম্যাকগিলের। ওই টেস্টে আট উইকেট নিতে স্টুয়ার্ট ১০৮ রান দিয়েছিলেন।