দ্বিতীয় টেস্টে নেই মুমিনুলও
বাংলাদেশের ওয়ানডে বা টি-টোয়েন্টি দলে নিয়মিত দেখা যায় না তাঁকে। কিন্তু মুমিনুল হক বাংলাদেশের টেস্ট দলের অপরিহার্য সদস্য। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচেও খেলেছিলেন ৬৪ রানের ইনিংস। কিন্তু ক্রাইস্টচার্চে সিরিজের দ্বিতীয় ম্যাচে আর মাঠে নামতে পারছেন না বাঁহাতি এই ব্যাটসম্যান। পাঁজরে চোট পাওয়ায় ছিটকে গেছেন তিনি।
ওয়েলিংটনে প্রথম টেস্টে ব্যাটিংয়ের সময়ই পাঁজরে চোট পেয়েছিলেন মুমিনুল। চোটটা অবশ্য খুব বেশি গুরুতর না। কিন্তু অনুশীলনের সময় কিছুটা অস্বস্তি বোধ করায় তাঁকে ছাড়াই মাঠে নামতে হবে বাংলাদেশকে। বিসিবির প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মুমিনুলের সঙ্গে দলের অন্য দুই নির্ভরযোগ্য ব্যাটসম্যান ইমরুল কায়েস ও মুশফিকুর রহিমও পড়েছেন ইনজুরির কবলে।
তিনজনের ইনজুরির কারণে বাংলাদেশের টেস্ট দলে ডাকা হয়েছে তরুণ বাঁহাতি ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত ও মুস্তাফিজুর রহমানকে। ইমরুল ও মুশফিকের পরিবর্তে দ্বিতীয় টেস্টে মাঠে নামবেন সৌম্য সরকার ও নুরুল হাসান সোহান। আর মুমিনুলের পরিবর্তে মাঠে দেখা যাবে শান্ত অথবা মুস্তাফিজকে।
শেষপর্যন্ত প্রথম একাদশে সুযোগ পেলে আন্তর্জাতিক ক্রিকেটেই অভিষেক হয়ে যাবে নাজমুল হোসেন শান্তর। তবে তাঁর চেয়ে মুস্তাফিজের খেলার সম্ভাবনাই বেশি। তেমনটা হলে ২০১৫ সালের পর আবার সাদা পোশাকে দেখা যাবে বাঁহাতি এই পেসারকে।