নতুন মাইলফলক ছুঁয়েছেন সাকিব
নিউজিল্যান্ডে সিরিজের শেষ টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের পারফরম্যান্স খুব একটা ভালো হয়নি। দলগত পারফরম্যান্স ভালো না হলেও ব্যক্তি সাকিব আল হাসান যথেষ্টই উজ্জ্বল ছিলেন। ক্রাইস্টচার্চে ম্যাচের প্রথম ইনিংসে তিনি খেলেছেন ৫৯ রানের দারুণ একটি ইনিংস।
শুক্রবার এই ইনিংস খেলার সুবাদে নতুন একটি কীর্তি গড়েন সাকিব। বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে সব ধরনের ক্রিকেটে মিলে ৯০০০ রানের মাইলফলক ছুঁয়েছে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার।
এই ম্যাচটি খেলতে নামার আগে তিন ঘরানার ক্রিকেটে সাকিবের মোট সংগ্রহ ছিল ৮৯৫৫ রান। এদিন ৫৯ রানের ইনিংস খেলে এখন তাঁর মোট সংগ্রহ দাঁড়াল ৯০১৪ রান। ৪৬ টেস্ট, ১৬৬ ওয়ানডে ও ৫৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে তিনি এই রান করেন।
চলমান নিউজিল্যান্ড সফরের প্রথম টেস্টে দারুণ একটি ডাবল সেঞ্চুরি করেন সাকিব (২১৭ রান)। এই অসাধারণ ইনিংসটির সুবাদেই নতুন কীর্তি গড়ার পথে অনেকটাই এগিয়ে যান তিনি। এর ফলে টেস্ট ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে তাঁর ক্যারিয়ার-সেরা উন্নতি হয়েছে। আট ধাপ এগিয়ে তিনি এখন পঞ্চম স্থানে।
অবশ্য ওয়ানডের অলরাউন্ডারদের র্যাংকিংয়ে তিনি শীর্ষেই আছেন। এই বিভাগে টেস্ট ও টি-টোয়েন্টিতে সাকিব আছেন দ্বিতীয় স্থানে।
এদিকে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে সবার আগে ৯০০০ রানের মাইলফলক ছুঁয়েছেন ওপেনার তামিম ইকবাল। তাঁর মোট সংগ্রহ এখন ৯৭৫৭ রান। তিনি খেলেছেন ৪৬ টেস্ট, ১৬২ ওয়ানডে ও ৫৫টি টি-টোয়েন্টি ম্যাচ।