জোকোভিচের পর বিদায় মারেরও
অস্ট্রেলিয়ান ওপেনে ঘটে চলেছে একের পর এক অঘটন। দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিয়েছিলেন এ সময়ের অন্যতম সেরা টেনিস খেলোয়াড় নোভাক জোকোভিচ। আজ চতুর্থ রাউন্ড থেকে ঝরে পড়লেন র্যাংকিংয়ের শীর্ষে থাকা অ্যান্ডি মারেও। টেনিস র্যাংকিংয়ের ৫০তম অবস্থানে থাকা মিচা জেভরেভের বিপক্ষে অবিশ্বাস্যভাবে হেরে গেছেন ৭-৫, ৫-৭, ৬-২, ৬-২ ব্যবধানে।
অস্ট্রেলিয়ান ওপেনের গত দুই আসরেই ফাইনাল পর্যন্ত গিয়েছিলেন মারে। দুবারই শিরোপা জয়ের অন্তিম লড়াইয়ে হেরেছিলেন জোকোভিচের কাছে। এবার জোকোভিচ দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নেওয়ায় অনেকেই ভেবেছিলেন যে, প্রথমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপাটা উঠতে পারে অ্যান্ডি মারের হাতে। কিন্তু বড়সড় অঘটনের শিকার হয়ে চতুর্থ রাউন্ড থেকেই বিদায় নিতে হলো ব্রিটিশ এই তারকাকে। ২০০৯ সালের পর এবারই প্রথমবারের মতো চতুর্থ রাউন্ড থেকে ঝরে গেলেন মারে।
জার্মানির মিচা জেভরেভ এবারই প্রথমবারের মতো এসেছিলেন কোনো গ্র্যান্ড স্লামের চতুর্থ রাউন্ডে। এবার নিজেকে নতুন উচ্চতায় নিয়ে গেলেন তিনি। কোয়ার্টার ফাইনালে তাঁকে খেলতে হবে রজার ফেদেরার অথবা কেই নিশিকোরির বিপক্ষে।