বাসের ধাক্কায় মাশরাফি আহত
ডান হাতের আঙুলের চোটের কারণে টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমকে নিয়ে দুশ্চিন্তা যাচ্ছেই না। এবার আরেকটি দুশ্চিন্তা যোগ হলো বাংলাদেশ দলে। বাসের ধাক্কায় রিকশা থেকে পড়ে হাতে ও পায়ে ব্যথা পেয়েছেন মাশরাফি বিন মুর্তজা। সৌভাগ্যক্রমে ওয়ানডে অধিনায়কের আঘাত তেমন গুরুতর নয়।
বৃহস্পতিবার সকালে বাসা থেকে রিকশা করে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলনে যাচ্ছিলেন মাশরাফি। হঠাৎ পেছন থেকে একটি বাস ধাক্কা দেয় তাঁর রিকশায়। টাল সামলাতে না পেরে রাস্তায় পড়ে যান দেশসেরা পেসার। ছিলে যায় হাত-পায়ের চামড়া।
জাতীয় দলের নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন, ‘রিকশা থেকে পড়ে হাত ও পায়ের বেশ কিছু জায়গায় ছিলে গেছে মাশরাফির। তবে তাঁর চোট খুব বেশি গুরুতর নয়। ওয়ানডে সিরিজ শুরু হতে এখনো বেশ কিছু দিন বাকি আছে। আশা করি তার আগেই সে সম্পূর্ণ সেরে উঠবে।’
জাতীয় দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে অবশ্য মাশরাফির চোট নিয়ে কিছুটা চিন্তিত, ‘চোট তেমন গুরুতর না হলেও হাতের তালু ছিলে যাওয়া আমাকে চিন্তায় ফেলে দিয়েছে। অবশ্য ওয়ানডে সিরিজ শুরু হওয়ার আগে কিছুটা সময় হাতে আছে। তার আগেই সে পুরোপুরি সেরে ওঠার সুযোগ পাবে।’
বিসিবির ফিজিও ডাক্তার দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, ‘মাশরাফির দুই হাতের তালুর কিছু অংশ ছিলে গেছে। পায়েরও কিছু অংশ ছিলে গেছে। তবে এই মুহূর্তে তাঁকে আশঙ্কামুক্ত বলা যায়। তারপরও পরীক্ষা-নিরীক্ষার জন্য তাঁকে হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলেই বোঝা যাবে আঘাত কতটা গুরুতর।’
বাংলাদেশ-ভারত ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ হবে ১৮, ২১ ও ২৪ জুন। তিনটি ম্যাচেরই ভেন্যু মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম। ফতুল্লা স্টেডিয়ামে একমাত্র টেস্ট শুরু হবে ১০ জুন থেকে। মাশরাফি অবশ্য টেস্ট দলে নেই।