মুস্তাফিজকে নিয়ে ঝুঁকি নিতে চায় না বিসিবি
অস্ত্রোপচারের পর, পুনর্বাসন শেষেই নিউজিল্যান্ড সফরের দলে ফিরেছিলেন মুস্তাফিজুর রহমান। কিন্তু বলহাতে স্বস্তি পাননি বলে সফরের শেষ দিকে নিজেকে দল থেকে সরিয়ে নেন। সবাই আশা করেছিলেন ভারত সফরের দলে হয়তো ফিরবেন কাটার-মাস্টার। কিন্তু সদ্য ঘোষিত ১৫ সদস্যের দলেও তিনি নেই।
তাই এখন আলোচনা শুরু হয়ে গেছে, ভারতের বিপক্ষে একমাত্র টেস্টের দলে কেন নেই মুস্তাফিজ। কোথায় তাঁর সমস্যা? বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে অবশ্য বলা হচ্ছে, পুরোপুরি ফিট নন বলেই এই সফরের দলে রাখা হয়নি তাঁকে।
জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু এ ব্যাপারে বলেন, ‘হ্যাঁ, এটা ঠিক এই মুহূর্তে মুস্তাফিজের বড় কোনো সমস্যা নেই। অবশ্য ফিটনেস ও স্কিলে কিছুটা ঘাটতি রয়েছে তাঁর। আমাদের এটুকু মনে রাখতে হবে মুস্তাফিজ আমাদের বড় একটা সম্পদ। তাঁকে সেভাবেই লালন করতে হবে আমাদের। তাই আপাতত বিসিএলে খেলিয়ে তাঁর প্রকৃত অবস্থাটা দেখতে চাই আমরা।’
চলমান বিসিএলে মুস্তাফিজ প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের হয়ে খেলবেন। ৪ ফেব্রুয়ারি ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের বিপক্ষে চারদিনের ম্যাচে মাঠে নামবেন তিনি।
বিসিবির এক সূত্রে জানা গেছে, শ্রীলঙ্কা সফরের জন্য মুস্তাফিজকে পুরোপুরি তৈরি করতে চাইছে বিসিবি। কারণ সে বাংলাদেশ দলের একটা বড় অস্ত্র। তা ছাড়া সামনে বাংলাদেশের লম্বা সূচি। তাই এই মুহূর্তে তাঁকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চান না নির্বাচকরা।