ভারত বারবার ডাকবে, আশা মুশফিকের
এই ভারতের বিপক্ষেই অভিষেক টেস্ট খেলেছিল বাংলাদেশ, ২০০০ সালে। এর পর দীর্ঘ ১৬ বছর পেরিয়ে গেছে, অথচ বাংলাদেশ ভারতের মাটিতে টেস্ট খেলার আমন্ত্রণ জানায়নি তারা। অবশেষে বাংলাদেশের দীর্ঘ অপেক্ষার অবসান হতে হচ্ছে। ভারতের মাটিতে প্রথম টেস্ট খেলতে আগামীকাল দেশ ছেড়ে যাচ্ছে বাংলাদেশ দল।
৯ থেকে ১৩ ফেব্রুয়ারি ভারতের হায়দরাবাদের রাজিব গান্ধী স্টেডিয়ামে হবে সিরিজের একমাত্র টেস্ট। তার আগে ৫ ফেব্রুয়ারি থেকে দুদিনের প্রস্তুতি ম্যাচ খেলবেন মুশফিক-তামিমরা।
দীর্ঘ ১৬ বছর ভারতে টেস্ট খেলতে যাচ্ছে তাই এই ম্যাচটি ঐতিহাসিক ম্যাচের তকমা দিয়েছেন অনেকেই। অবশ্য বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিমের কাছে তা আলাদা করে গুরুত্ব পাচ্ছে না। তবে এই সফরে এমন ভাবে চান, যেন ভারত বারবার টেস্ট খেলার আমন্ত্রণ জানায় বাংলাদেশকে।
বুধবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে মুশফিক বলেন, ‘সবাই ঐতিহাসিক টেস্ট বলছে, তবে এটা শুনে আমি একটু অবাক হই। আমার কাছে ঐতিহাসিক ধরনের কিছু মনে হয় না। তবে এই ম্যাচে আমাদের ভালো কিছু করতে হবে। আমাদের প্রমাণ করতে হবে। এমন পারফরম্যান্স দেখাতে চাই, তারা যেন আমাদের বারবার টেস্ট খেলার আমন্ত্রণ জানায়।’
বাংলাদেশ অধিনায়ক ভারতকে শক্তিশালী দল মনে করছেন, ‘ আমাদের মনে রাখতে হবে নিজেদের মাটিতে ভারত খুব শক্তিশালী দল। তা ছাড়া দলটিও বেশ ভারসাম্যপূর্ণ। তাদের বিপক্ষে আমরা পুরো পাঁচদিন ভালো খেলতে চাই। সব কিছু ঠিকভাবে হলে আশা করছি তা আমরা পারব।’