সেঞ্চুরিয়ান বিজয়কে ফেরালেন তাইজুল
শতক পূর্ণ করেই প্যাভিলিয়নে ফিরলেন মুরালি বিজয়। তাইজুল ইসলামের বলে সুইপ করতে গিয়ে বোল্ড হন ভারতীয় ওপেনার। এর আগে ১৬০ বলে ১০৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন বিজয়।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ উইকেটে ২৩৪ রান সংগ্রহ করেছে স্বাগতিকরা। বিরাট কোহলি ৩৪ ও আজিঙ্কা রাহানে রানের খাতা খোলার অপেক্ষায় রয়েছেন।
এর আগে হায়দরাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টস হেরে ফিল্ডিংয়ে নামে টাইগাররা। ১৬ বছর পর ভারতের বিপক্ষে ‘ঐতিহাসিক’ টেস্টের প্রথম ওভারেই উইকেটের দেখা পায় বাংলাদেশ। দিনের প্রথম ওভারে তাসকিনের বলে বোল্ড হয়ে ফিরে আসেন লোকেশ রাহুল। তাসকিনের বলে ড্রাইভ করতে গিয়ে ব্যাটের ভেতরে বল লেগে বোল্ড হন ভারতীয় ব্যাটসম্যান। ভারতের রান তখন মাত্র ২।
এরপর মুরালি বিজয় ও চেতেশ্বর পূজারার ১৭৮ রানের জুটিতে খেলায় ফিরে আসে ভারত। জুটিটা যখন ভয়ংকর হয়ে উঠছিল, ঠিক তখনই ত্রাতা হিসেবে আবির্ভূত হন মেহেদি হাসান মিরাজ। ডানহাতি এই স্পিনারের বলে উইকেটরকক্ষক মুশফিককে ক্যাচ দেন চেতেশ্বর পুজারা। এর আগে পুজারা ও বিজয় মিলে দ্বিতীয় উইকেট জুটিতে ৫০ ওভারে ১৭৮ রান যোগ করেন। পুজারাকে ফিরিয়ে বাংলাদেশ শিবিরে খানিকটা হলেও স্বস্তি ফেরালেন অফস্পিনার মিরাজ। ১৭৭ বলে ৮৩ রান করে বিদায় নেন ভারতীয় জাতীয় দলের মিডল অর্ডারের অন্যতম স্তম্ভ চেতেশ্বর পুজারা।
বাংলাদেশ একাদশ : মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, মুমিনুল হক, সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ ও কামরুল ইসলাম রাব্বি।
ভারত একাদশ : লোকেশ রাহুল, মুরালি বিজয়, বিরাট কোহলি (অধিনায়ক), চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে, ঋদ্ধিমান সাহা, রবিচন্দন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব ও ইশান্ত শর্মা।