‘মিস্টার ক্যাপ্টেন, এটি আপনারই ক্যাচ ছিল’
ইনিংসের দশম ওভারের দ্বিতীয় বলে পেসার কামরুল ইসলাম রাব্বির দুর্দান্ত ডেলিভারিতে চেতেশ্বর পুজারার ব্যাটের কানায় লেগে চলে গিয়েছিল স্লিপে। প্রথম স্লিপে দাঁড়ানো সৌম্য সরকারের পক্ষে ক্যাচটা ধরা বেশ কঠিনই ছিল। অবশ্য উইকেটরক্ষক মুশফিকুর রহিম চেষ্টা করলে হয়তো গ্লাভসবন্দি করতেও পারতেন।
অথচ বাংলাদেশ অধিনায়ক ক্যাচটি ধরার জন্য মোটেও চেষ্টা করেননি। তিনি তখন দাঁড়িয়েছিলেন। তা দেখে অনেকেই বিস্মিত হয়েছেন। কারণ, ক্যাচটি তাঁর পক্ষেই ধরা সম্ভব ছিল।
ধারাভাষ্যকারদেরও বলতে শোনা যায়, ‘মিস্টার ক্যাপ্টেন, এটি আপনারই ক্যাচ ছিল।’ মুশফিক হয়তো ভেবেছিলেন, তাঁর পক্ষে ক্যাচটি ধরা সম্ভব নাও হতে পারে। তাই তিনি দাঁড়িয়ে ছিলেন।
ব্যক্তিগত ১১ রানের জীবন পেয়ে পুজারা খেলে ফেললেন অসাধারণ একটি ইনিংস। মেহেদি হাসান মিরাজের শিকার হয়ে সাজঘরে ফিরে যাওয়ার আগে ১৭৭ বলে ৮৩ রানের অসাধারণ একটি ইনিংস খেলেন তিনি। অল্পের জন্য সেঞ্চুরি করতে ব্যর্থ হলেও তাঁর ইনিংসের ওপর দাঁড়িয়ে বড় সংগ্রহের পথে এগিয়ে যাচ্ছে ভারত।
শুধু এই ক্যাচই নয়, এদিন ফিল্ডিংয়ে খুবই বেহাল দশা ছিল বাংলাদেশ দলের, বিশেষ করে ১৯তম ওভারে। রানআউটের দারুণ সুযোগ হাতছাড়া করেন ফিল্ডাররা। বোঝাপড়ায় কিছুটা ঘাটতি থাকায় পিচের মাঝখানে কিছুটা বিভ্রান্ত হয়ে দাঁড়িয়ে পড়েছিলেন পুজারা-বিজয় জুটি। বোলিং এন্ডে দাঁড়ানো মিরাজের কাছে বল ফেরত পাঠিয়েছিলেন রাব্বি। কিন্তু স্টাম্পে লাগাতে পারেননি মিরাজ। বাংলাদেশ দারুণ সুযোগ হাতছাড়া করে।