ঐতিহাসিক টেস্টে কোহলির ইতিহাস
যেকোনো দিক থেকেই বাংলাদেশ ও ভারতের টেস্ট ম্যাচটি ঐতিহাসিক। কারণ, টেস্ট স্ট্যাটাসের ১৬ বছর পর ভারত সফর করছে বাংলাদেশ। আর ঐতিহাসিক এই টেস্টে নিজেকে ইতিহাসে পরিণত করলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। পরপর চার টেস্টে ডাবল সেঞ্চুরি করে ছাড়িয়ে গেলেন কিংবদন্তি ডন ব্র্যাডম্যানকে। টেস্টের ইতিহাসে টানা চার টেস্ট সিরিজে ডাবল সেঞ্চুরির রেকর্ড নেই আর কারো। ভারতের ইনিংসের ১২৪ ওভারের প্রথম বলটাকে সীমানা ছাড়া করেই দুই হাত উঁচিয়ে ধরলেন কোহলি। সেইসঙ্গে হয়ে গেলেন ইতিহাস। এর আগে পরপর তিন টেস্টে ডাবল সেঞ্চুরির রেকর্ড ছিল ডন ব্র্যাডম্যান ও রাহুল দ্রাবিড়ের।
গতকাল টেস্টের প্রথম দিন শতকে পৌঁছেই অবশ্য আরেকটি রেকর্ড করেন ভারত অধিনায়ক। কাল ক্যারিয়ারের ১৬তম সেঞ্চুরি করেন কোহলি। অধিনায়ক হিসেবে এটি তার নবম সেঞ্চুরি। অধিনায়ক হিসেবে শতকের দিক থেকে ভারতের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিনকে ছুঁয়ে ফেলেন এই ব্যাটিং মায়েস্ত্রো। এ তালিকায় সবার ওপরে আছেন ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান সুনীল গাভাস্কার। তাঁর সেঞ্চুরির সংখ্যা ১১টি।
সেঞ্চুরির দিক থেকে আজহারের সঙ্গে দ্বিতীয় স্থানে থাকলেও গড়ের দিক দিয়ে কোহলির আশপাশে নেই কেউই। অধিনায়ক হিসেবে কোহলির ব্যাটিং গড় প্রায় ৭০! ৫১ দশমিক ৫০ গড় নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন হিমু অধিকারী। আর ২৫ ম্যাচে ৫১ দশমিক ৩৫ গড়ে ২,০৫৪ রান করে তৃতীয় স্থানে আছেন শচীন টেন্ডুলকার। এ সময় সাতটি শতক করেন শচীন।