বিদেশি লিগে খেলা হচ্ছে না ইউসুফের
প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে বিদেশে লিগ খেলার অনুমতি পেয়েছিলেন ইউসুফ পাঠান। হংকংয়ের একটি টি-টোয়েন্টি লিগে খেলার কথা ছিল ভারতীয় দলের এই বিস্ফোরক ব্যাটসম্যানের। তবে অনুমতি দেওয়ার পর সেটা আবার ফিরিয়ে নিল দেশটি ক্রিকেট বোর্ড।
অনুমতি বাতিলের কারণটা অবশ্য বাণিজ্যিক। ভারতীয় ত্রিকেট বোর্ডের ধারণা, দেশটির ক্রিকেটাররা বিদেশের লিগে খেললে দেশের মানুষ সেই খেলা দেখবেন। এর ফলে বিসিসিআইয়ের স্পনসররাও বিদেশের লিগে বিনিয়োগ করতে চাইবেন। আর এই কারণে দুদিনের মাথায় ইউসুফ পাঠানের অনুমতি বাতিল করল বিসিসিআই।
শোনা যাচ্ছে, ইউসুফের দেখাদেখি আরো কয়েকজন ক্রিকেটার বিদেশের লিগে খেলার জন্য অনুমতি চেয়েছেন। কারণ এর আগে উইকেটকিপার দীনেশ কার্তিক ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলার অনুমতি চেয়েছিলেন। তবে সেবার তাঁকে অনুমতি দেওয়া হয়নি।
২০১২ সালের মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচের পর ভারতীয় দল থেকে বাদ পড়ে যান ইউসুফ। এরপর আর দলে ঢুকতে পারেননি তিনি। দেশটির হয়ে ৫৭টি ওয়ানডে ম্যাচ খেলে দুটি শতক ও তিনটি হাফ সেঞ্চুরি করেছেন পাঠান ভাইদের বড়জন। এ ছাড়া ২২টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচও খেলেছেন তিনি।