আইপিএলে উপেক্ষিত সাব্বির-মিরাজ-মাহমুদউল্লাহও
এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ছয়জন বাংলাদেশি ক্রিকেটার নিলামে উঠেছেন। তাঁদের মধ্যে প্রথম চারজনই কোনো দল পাননি। প্রথমে এনামুল হক বিজয়কে কিনতে আগ্রহ দেখায়নি টুর্নামেন্টের ফ্র্যাঞ্চাইজিগুলো। পরের সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ ও মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাপারেও আগ্রহ দেখায়নি দলগুলো।
বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে এখন তামিম ইকবাল ও তাসকিন আহমেদ নিলামে ওঠার অপেক্ষায় রয়েছেন। বিজয় দল না পেলেও মাহমুদউল্লাহ রিয়াদ ও সাব্বির রহমানকে নিয়ে আশাবাদী ছিলেন বাংলাদেশের ক্রিকেটভক্তরা। এবার পাকিস্তান সুপার লিগে খেলছেন মাহমুদউল্লাহ রিয়াদ। আর দুর্দান্ত ফর্মেও রয়েছেন এই ক্রিকেটার। ১৩৪ ওয়ানডেতে দুটি শতকসহ ২,৮৫৮ রান করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ৫৬টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে তিনটি হাফ সেঞ্চুরি করেছেন বাংলাদেশের ব্যাটিংস্তম্ভ খ্যাত এই ব্যাটসম্যান।
বাংলাদেশি ক্রিকেটার হিসেবে জনপ্রিয় এই লিগে খেলছেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। সাকিব কলকাতা নাইট রাইডার্স ও মুস্তাফিজ রয়েছেন সানরাইজার্স হায়দরাবাদে। গত আসরে অসাধারণ পারফর্ম করায় মুস্তাফিজকে দলছাড়া করেনি হায়দরাবাদ। আর কলকাতাকে দুবার আইপিএলের শিরোপা এনে দেওয়ায় কলকাতাও রেখে দেয় সাকিবকে। তাই এ দুজন ক্রিকেটার নিলামে ওঠেননি।
গত আসরের ফাইনালে কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে ৮ রানে হারিয়ে শিরোপা জিতে নেয় সানরাইজার্স হায়দরাবাদ। আসরজুড়েই ক্রিকেট দর্শকদের মন্ত্রমুগ্ধ করে রেখেছিলেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। প্রতিপক্ষের ব্যাটসম্যানদের কাছে রীতিমতো রহস্যের অপর নাম ছিল এই মুস্তাফিজ। কাটার, স্লোয়ার আর ইয়র্কারে প্রতিনিয়ত বিভ্রান্ত করেছেন বিশ্বের বাঘা বাঘা ব্যাটসম্যানকে। ১৬ ম্যাচে ১৭ উইকেট নিয়ে হায়দরাবাদের শিরোপা জয়ের অন্যতম নায়ক ছিলেন কাটার-মাস্টার।