ইনজুরি লুকাতেই রোনালদোর নতুন হেয়ার স্টাইল!
২০০২ সালের বিশ্বকাপের কথা মনে আছে। প্লে অফ খেলে বিশ্বকাপে আসা ব্রাজিলকে নিয়ে কারোই তেমন প্রত্যাশা ছিল না। বাছাইপর্বে ধুঁকতে থাকা রোনালদো-রিভালদো-কাফুদের নিয়ে বাড়তি কোনো উৎসাহ দেখায়নি বিশ্বকাপের আয়োজক দেশ জাপান-কোরিয়াও। সেবার বরং আর্জেন্টিনা-ফ্রান্স-ইতালিদের নিয়ে মাতামাতি শুরু করে বিশ্ব মিডিয়া।
ব্রাজিলের যেটুকু আলোচনা তা রোনালদোর ইনজুরি নিয়ে। বাছাইপর্ব থেকেই কুঁচকির ব্যথাটা সঙ্গী ছিল তাঁর। বিশ্বকাপের সেরা একাদশে খেলবেন কি না, সেটাও নিয়েও ছিল সংশয়। প্রথম ম্যাচ থেকেই অবশ্য স্কলারি তাঁর প্রিয় শিষ্যের ওপর ভরসা রেখেছিলেন। তুরস্ককে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপ যাত্রাটা শুরু করে গত আসরের রানার আপ দলটি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি সেলেকাওদের। তরতর করে ফাইনালে উঠে যায় ব্রাজিল।
জার্মানির বিপক্ষে ম্যাচের আগে আবার ঘুরে আসে রোনালদোর ইনজুরি প্রসঙ্গ। ব্রাজিল তারকা ফাইনালে খেলবেন কি না, তা নিয়ে দিস্তা দিস্তা পাতা খরচ করে মিডিয়া। ফাইনালের আগেই রোনালদো থামিয়ে দিলেন সব আলোচনা, হাজির হলেন নতুন এক হেয়ার স্টাইল নিয়ে। নতুন চুলের ছাঁট নিয়েই ফাইনাল ম্যাচ খেলতে নামেন তিনি। শিরোপা নির্ধারণী ম্যাচে দুই গোল করে ব্রাজিলকে বিশ্বকাপটাও জিতিয়ে দেন সাবেক রিয়াল তারকা।
এতদিন পর সেই ম্যাচের আলোচনা কেন? কারণ সদ্যই বিশ্ব মাতানো সেই চুলের ছাঁটের রহস্য উন্মোচন করেছেন ব্রাজিলকে বিশ্বকাপ জেতানো তারকা। রোনালদো বলেন, ‘সেবার ইনজুরিটা বেশ ভোগাচ্ছিল। কেবল ৬০ শতাংশ ফিট ছিলাম আমি। সবাই আমার ইনজুরি নিয়ে আলোচনা করছিল। আমি নিজেও বিব্রত ছিলাম বিষয়টা নিয়ে।’
আলোচনা থামানোর জন্য দারুণ এক কৌশল অবলম্বন করলেন রোনালদো। অনুশীলনে অদ্ভুত এক হেয়ার স্টাইল নিয়ে হাজির হলেন। ব্যস থেমে গেল সব আলোচনা। রোনালদোর নতুন চুলের স্টাইল নিয়ে আলোচনা শুরু হলো। চাপমুক্ত হয়ে ফাইনালে ইতিহাস গড়লেন ব্রাজিলের গোল মেশিন ‘দ্য ফেনোমেনন’ রোনালদো। বিশ্বকাপের ফাইনালসহ মোট আট গোল করে গোল্ডেন বুট পুরস্কার জিতে নেন তিনি।